জঙ্গলমহলে সাসপেন্ড ৭ আইআরবি জওয়ান

কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় জঙ্গলমহলে কর্তব্যরত সাত আইআরবি জওয়ানকে সাসপেন্ড করা হল। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে।

Updated By: Oct 14, 2011, 10:34 AM IST

কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় জঙ্গলমহলে কর্তব্যরত সাত আইআরবি জওয়ানকে সাসপেন্ড করা হল। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে। মাসখানেক আগে পশ্চিম মেদিনীপুরে শিলদা সহ একাধিক ক্যাম্পে জওয়ানরা বিক্ষোভ দেখান। বিক্ষোভ নিয়ে কমান্ডান্টের রিপোর্টের ভিত্তিতেই সাত জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে। জওয়ানদের অভিযোগ ছিল, তাঁরা মাওবাদী প্রভাবিত জঙ্গলমহলে দীর্ঘদিন ধরে চাপের মুখে কাজ করছেন।
ছুটি চেয়েও পাচ্ছেন না। জওয়ানদের আরও অভিযোগ, তাঁরা বদলির জন্য আবেদন করলেও, কর্তৃপক্ষ তাতে গুরুত্ব দিচ্ছে না। ডিজি আর্ম পুলিস গৌতমমোহন চক্রবর্তীর সঙ্গে আইআরবি জওয়ানদের আলোচনার পর বিক্ষোভ দেখানো বন্ধ হয়। ধীরে ধীরে আইআরবি জওয়ানদের অন্যত্র বদলি করা হচ্ছে। ডিজি নপরাজিত মুখোপাধ্যায় কমাডান্টের কাছে রিপোর্ট চেয়ে পাঠান। সেই রিপোর্টের ভিত্তিতেই জওয়ানদের সাসপেন্ড করা হল। আরও কুড়ি জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.