প্রদীপ তা ও কমল গায়েন হত্যাকাণ্ডে অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ
প্রদীপ তা ও কমল গায়েন হত্যাকাণ্ডে অভিযুক্ত ১১ জনের জামিনের আবেদন খারিজ করল বর্ধমান জেলা আদালত। মঙ্গলবার আদালতে জামিনের আবেদন জানান অভিযুক্তদের আইনজীবিরা। দু পক্ষের সওয়াল শুনে বিচারক প্রভাত অধিকারী জামিনের আবেদন খারিজ করে দেন।
প্রদীপ তা ও কমল গায়েন হত্যাকাণ্ডে অভিযুক্ত ১১ জনের জামিনের আবেদন খারিজ করল বর্ধমান জেলা আদালত। মঙ্গলবার আদালতে জামিনের আবেদন জানান অভিযুক্তদের আইনজীবিরা। দু পক্ষের সওয়াল শুনে বিচারক প্রভাত অধিকারী জামিনের আবেদন খারিজ করে দেন। জেল হেপাজতেই অভিযুক্তদের বিচার চলবে বলে জানান তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ সিপিআইএমের ডাকা বন্ধের সমর্থনে বর্ধমানের দেওয়ানদিঘিতে মিছিল করে সিপিআইএম। মিছিলে হামলায় প্রাণ হারান বর্ধমানের প্রাক্তন বিধায়ক প্রদীপ তা এবং ঐর এক সিপিআইএম নেতা কমল গায়েন। ঘটনায় মোট ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের মধ্যে ১১ জন গ্রেফতার হলেও বাকি ৮ জন এখনও ফেরার। তার মধ্যে ৬ জনের বিরুদ্ধে হুলিয়া জারি করেছে পুলিস।