কামদুনির পর প্রতিবাদের নতুন নাম এখন খরজুনা
কামদুনির ঢেউ পৌঁছে গেল বড়ঞাঁর খরজুনায়। ধর্ষণের অভিযোগ আড়াল করতে নির্যাতিতার চরিত্রে কালি লাগানোর চেষ্টার বিরুদ্ধে পথে নামল খরজুনা। প্রশাসনের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়ে গ্রামের মানুষের একটাই দাবি, ধর্ষণের অভিযোগ আড়াল না করে নিজের দায়িত্ব পালন করুক পুলিস।
কামদুনির ঢেউ পৌঁছে গেল বড়ঞাঁর খরজুনায়। ধর্ষণের অভিযোগ আড়াল করতে নির্যাতিতার চরিত্রে কালি লাগানোর চেষ্টার বিরুদ্ধে পথে নামল খরজুনা। প্রশাসনের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়ে গ্রামের মানুষের একটাই দাবি, ধর্ষণের অভিযোগ আড়াল না করে নিজের দায়িত্ব পালন করুক পুলিস।
এখন রাজ্যে প্রতিবাদের বর্ণ পরিচয়ে যেমন ক এ কামদুনি, তেমনই খ এ খরজুনা। বাংলা বর্ণমালায় ক আর খ পাশাপাশি। বাংলার মানচিত্রে কামদুনি আর খরজুনার দূরত্ব অনেকটাই। কিন্তু সোমবার কামদুনির ঢেউ আছড়ে পড়ল মুর্শিদাবাদের বড়ঞাঁর খরজুনা গ্রামেও।
রবিবার সকালে খরজুনার পরিত্যক্ত স্বাস্থ্যকেন্দ্রে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ আটকে রেখেই চলতে থাকে বিক্ষোভ। পুলিস সুপার ঘটনাস্থলে গিয়েও বিক্ষোভের মুখে পড়েন। শাস্তির আশ্বাস দিয়ে এলাকা ছাড়েন পুলিস সুপার। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই পুলিস সুপার হাজির করেন সহবাস তত্ত্ব।
সোমবার পথে নামে গোটা খরজুনা গ্রাম, এক্কেবারে কামদুনির ঢঙে। লম্বা মিছিল। হাতে লেখা প্ল্যাকার্ড। এভাবেই তো শুরু করেছিল কামদুনি। যতই সময় গড়িয়েছে ততই তীব্র হয়েছে সেই গর্জন। সরকার প্রধানের চোখে চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে লড়াই। চলছে এখনও। এবার খরজুনাতেও আছড়ে পড়ল সেই ঢেউ।