ছাত্রের আত্মহত্যার পিছনে র্যাগিংয়ের অভিযোগ খড়্গপুর আইআইটিতে
খড়্গপুর আইআইটি-তে ছাত্রের আত্মহত্যার পিছনে উঠল র্যাগিংয়ের অভিযোগ। ছাত্রের বাবার অভিযোগ, মানসিক অত্যাচার সহ্য করতে না পেরেই আত্মহত্যা। গতকাল খড়গপুরে রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় তৃতীয় বর্ষের ছাত্র সানা সাইরাজের দেহ। আজ তাঁর বাবা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মানসিক অত্যাচারের শিকার হচ্ছিলেন তাঁর ছেলে। বাবাকে বিষয়টি জানিয়েও ছিলেন সাইরাজ।
ওয়েব ডেস্ক: খড়্গপুর আইআইটি-তে ছাত্রের আত্মহত্যার পিছনে উঠল র্যাগিংয়ের অভিযোগ। ছাত্রের বাবার অভিযোগ, মানসিক অত্যাচার সহ্য করতে না পেরেই আত্মহত্যা। গতকাল খড়গপুরে রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় তৃতীয় বর্ষের ছাত্র সানা সাইরাজের দেহ। আজ তাঁর বাবা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মানসিক অত্যাচারের শিকার হচ্ছিলেন তাঁর ছেলে। বাবাকে বিষয়টি জানিয়েও ছিলেন সাইরাজ।
শ্রীকাকুলামের টেককলির সাইরাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। খড়গপুরে লালা লজপত রাই হলে থাকতেন তিনি। আইআইটি কর্তৃপক্ষ অবশ্য র্যাগিংয়ের কথা মানছেন না। তারা বলছেন এমন অভিযোগ কর্তৃপক্ষকে কখনও জানানি সাইরাজ। গতকাল ফার্স্ট হাফে ক্লাসও করেন। এমনিতে চাপা স্বভাবের ছিলেন সাইরাজ।