দুর্ঘটনার পর এক দিন কেটে গেলেও আসানসোল-হাওড়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হল না

দুর্ঘটনার পর গোটা একটা দিন কেটে গেলেও আসানসোল হাওড়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হল না। দুর্ঘটনার আঠারো ঘণ্টার পর শুরু হয় প্যাসেঞ্জার লোকাল ট্রেন চলাচল। রবিবারের ছুটির দিনে দুর্ভোগের শিকার হলেন যাত্রীরা।

Updated By: Feb 5, 2017, 06:51 PM IST
দুর্ঘটনার পর এক দিন কেটে গেলেও আসানসোল-হাওড়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হল না

ওয়েব ডেস্ক: দুর্ঘটনার পর গোটা একটা দিন কেটে গেলেও আসানসোল হাওড়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হল না। দুর্ঘটনার আঠারো ঘণ্টার পর শুরু হয় প্যাসেঞ্জার লোকাল ট্রেন চলাচল। রবিবারের ছুটির দিনে দুর্ভোগের শিকার হলেন যাত্রীরা।

আরও পড়ুন নকল সার তৈরির কারখানার খোঁজ মিলল রায়গঞ্জের সোহারই এলাকায়

অন্ডালে ট্রেন দুর্ঘটনার পর গোটা একটা দিন কেটে গেলেও আসানসোল-হাওড়া রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। শনিবার বিকেল চারটে চল্লিশ নাগাদ অন্ডালে মালগাড়ি বেলাইন হয়। উল্টে যায় চারটি বগি। তারপর থেকেই বন্ধ হয়ে যায় ডাউন লাইনে ট্রেন চলাচল। পরে রাত দশটা নাগাদ আপ লাইন দিয়ে হাওড়াগামী কয়েকটি এক্সপ্রেস ট্রেন চালানো গেলেও রবিবার সকাল দশটা পর্যন্ত কোনও প্যাসেঞ্জার লোকাল ট্রেন চলেনি।

আরও পড়ুন তামিলনাড়ুতে ব্যাটন বদল, নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভি কে শশীকলা

রাতে প্রায় কাজই হয়নি। সকালের দিকে লাইন সারানোর কাজ শুরু হয়। পড়ে থাকে বেলাইন হওয়া বগি। ডাউন লাইন সারিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক করতে কিছু সময় লাগবে বলে মনে করছেন রেলকর্তারা। শুক্রবার আসানসোল ইয়ার্ডে বেলাইন হয় একটি ইঞ্জিন। একদিন যেতে না যেতেই আবার দুর্ঘটনা। যাত্রীবাহি গাড়ি হলে হতাহতের  ঘটনা ঘটত। আর এখানেই উঠছে প্রশ্ন, তাহলে কী সতর্কতার অভাব রয়েছে?

.