জাঠায় হামলা- তোলপাড় রাজ্য, আজ ময়ূরেশ্বরে যাচ্ছেন বিরোধী দলনেতা
ময়ূরেশ্বরে প্রবীণ বাম নেতাকে হেনস্থায় রাজ্যজুড়ে তোলপাড়। ধীরেন লেটের দাবি, শুধু কান ধরে ওঠবসই নয়, নগ্ন করে ছবি তোলারও পরিকল্পনা ছিল। আজ ময়ূরেশ্বরে যাচ্ছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। আক্রান্তদের দেখতে সিউড়ি হাসপাতালে যাবেন তিনি। একটি জনসভাও করবেন বিরোধী দলনেতা।
ওয়েব ডেস্ক: ময়ূরেশ্বরে প্রবীণ বাম নেতাকে হেনস্থায় রাজ্যজুড়ে তোলপাড়। ধীরেন লেটের দাবি, শুধু কান ধরে ওঠবসই নয়, নগ্ন করে ছবি তোলারও পরিকল্পনা ছিল। আজ ময়ূরেশ্বরে যাচ্ছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। আক্রান্তদের দেখতে সিউড়ি হাসপাতালে যাবেন তিনি। একটি জনসভাও করবেন বিরোধী দলনেতা।
গত শনিবার ময়ূরেশ্বরে বামেদের জাঠায়, তৃণমূল কর্মীদের হাতে এককথায় নজিরবিহীন হেনস্থার শিকার হন প্রাক্তন সিপিএম বিধায়ক ধীরেন লেট। জখম হন প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোমও। বামেদের দাবি, বীরভূমে বিজেপির শক্তি কমতেই ফের পায়ের তলার মাটি শক্ত হচ্ছে তাদের। তাঁদের অভিযোগ, সে কারণেই একের পর এক হামলার মুখে পড়ছেন বাম নেতা-কর্মীরা।
ময়ূরেশ্বরে রাস্তায় উলঙ্গ বাম নেতাদের ছবি তোলার পরিকল্পনা ছিল হামলাকারীদের। চাঞ্চল্যকর অভিযোগ করেন নির্যাতিত প্রবীণ বাম নেতা ধীরেন লেট। প্রশ্ন ওঠে পুলিসের ভূমিকা নিয়েও।
কর্মীরা তো বটেই। এখনও নেতাদেরও রেহাই নেই। জাঠায় পা মিলিয়ে শনিবার মার খান প্রাক্তন সাংসদ থেকে বিধায়ক। চরম হেনস্থার শিকার প্রবীণ বাম নেতা। আইনশৃঙ্খলা কোথায় তা বোঝাতে এই একটি ফুটেজই যথেষ্ট। কিন্তু, হামলাকারীদের পরিকল্পনা নাকি ছিল আরও মারাত্মক। উলঙ্গ করে ছোটানো! মেরে ফেলার চক্রান্ত!
শনিবার ষাটপশলার মোড়ে যখন এই ঘটনা ঘটছে তখন পুলিস কী করছিল?
ঘটনার পরের দিনও পুলিসের ভূমিকা সেই দর্শকেরই।শনিবার রাতেই ময়ূরেশ্বর থানায় দশ হামলাকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় বামেদের তরফে। তালিকায় রয়েছে
ময়ূরেশ্বরে অভিযুক্তরা-
রাম বাগদী
মাধব দাস
বাবুলাল শেখ
লাল্টু গাঙ্গুলি
খলিল শেখ
মমিন শেখ
আজিজুল শেখ
কাজিরুল শেখ
জান শেখ এবং
হুসেন শেখের
ধৃতেরা সকলেই এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। ময়ূরেশ্বরে আহত প্রবীণ বাম নেতা ধীরেন লেট এবং অশোক রায় এখন সিউড়ি হাসপাতালে চিকিত্সাধীন। আরও দুই আহত বাম নেতাকে পাঠানো হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে। এলাকায় বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে হামলাকারীরা।