ফের আক্রান্ত পুলিস
ফের একবার আক্রান্ত পুলিস। এবার ঘটনাটি ঘটল পূর্ব মেদিনীপুরের রামতারক বাজারে। পুলিসের হাত থেকে আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে স্থানীয়রা। আহত হন চার পুলিসকর্মী। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রামতারক বাজার সংলগ্ন এলাকায় বেআইনি মদের দোকানে হানা দেয় পুলিস। সেইসময় পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ঘটনাস্থলে পৌছয় অতিরিক্ত পুলিসবাহিনী। অভিযুক্তকে পুলিসের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। এই ঘটনায় দুই বেআইনি মদ ব্যবসায়ী সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিস।
![ফের আক্রান্ত পুলিস ফের আক্রান্ত পুলিস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/24/64091-police-24-8-16.jpg)
ওয়েব ডেস্ক: ফের একবার আক্রান্ত পুলিস। এবার ঘটনাটি ঘটল পূর্ব মেদিনীপুরের রামতারক বাজারে। পুলিসের হাত থেকে আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে স্থানীয়রা। আহত হন চার পুলিসকর্মী। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রামতারক বাজার সংলগ্ন এলাকায় বেআইনি মদের দোকানে হানা দেয় পুলিস। সেইসময় পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ঘটনাস্থলে পৌছয় অতিরিক্ত পুলিসবাহিনী। অভিযুক্তকে পুলিসের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। এই ঘটনায় দুই বেআইনি মদ ব্যবসায়ী সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিস।