টাকা নিয়ে ছাত্র ভর্তির অভিযোগ স্বীকার, পদত্যাগ ভক্তবালা বিএড কলেজের অধ্যক্ষের

টাকা নিয়ে ছাত্র ভর্তির অভিযোগ স্বীকার করে পদত্যাগ করলেন নদিয়ার ভক্তবালা বিএড কলেজের অধ্যক্ষ অমর বিশ্বাস। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কলেজের প্যাডে চিঠি লিখে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন অধ্যক্ষ।

Updated By: Sep 11, 2014, 03:42 PM IST
টাকা নিয়ে ছাত্র ভর্তির অভিযোগ স্বীকার, পদত্যাগ ভক্তবালা বিএড কলেজের অধ্যক্ষের

নদিয়া: টাকা নিয়ে ছাত্র ভর্তির অভিযোগ স্বীকার করে পদত্যাগ করলেন নদিয়ার ভক্তবালা বিএড কলেজের অধ্যক্ষ অমর বিশ্বাস। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কলেজের প্যাডে চিঠি লিখে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন অধ্যক্ষ।

পদত্যাগপত্র পাঠিয়েছেন উপাচার্যের কাছে। কিছুদিন আগে নদিয়ার ভক্তবালা বি এড কলেজে টাকা নিয়ে ছাত্র ভর্তির অভিযোগ ওঠে। নাম জড়ায় কলেজের টিএমসিপি নেতা তন্ময় আচার্যের।  তবে তৃণমূল ছাত্র পরিষদ নেতা শঙ্কুদেব পণ্ডা সরাসরি অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের বিরুদ্ধে।

তন্ময় আচার্যের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে গত অগাস্ট মাসে পরীক্ষা নিয়ামককেই ছুটিতে পাঠিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্য দিকে বিএড কলেজকাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় সংস্থা এনসিটিইকে দিয়েছে হাইকোর্ট। পনেরই সেপ্টেম্বরের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে এনসিটিইকে।

.