পথ দুর্ঘটনায় শিশুমৃত্যুকে ঘিরে রণক্ষেত্র বেলঘরিয়া
গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের চার শিশুর। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের মাঠকল এলাকা। অভিযোগ, পুলিসের দুটি জিপে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। আগুনে পুড়ে যায় গাড়িতে রাখা পুলিসের রাইফেলও। একইসঙ্গে রাস্তা অবরোধও করেন স্থানীয়রা।
![পথ দুর্ঘটনায় শিশুমৃত্যুকে ঘিরে রণক্ষেত্র বেলঘরিয়া পথ দুর্ঘটনায় শিশুমৃত্যুকে ঘিরে রণক্ষেত্র বেলঘরিয়া](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/15/49700-belghariaacci.png)
কলকাতা : গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের চার শিশুর। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের মাঠকল এলাকা। অভিযোগ, পুলিসের দুটি জিপে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। আগুনে পুড়ে যায় গাড়িতে রাখা পুলিসের রাইফেলও। একইসঙ্গে রাস্তা অবরোধও করেন স্থানীয়রা।
অন্যদিকে বিক্ষোভকারীদের পাল্টা অভিযোগ, পুলিসি তোলা এড়াতেই বেপরোয়াভাবে গাড়ি চালান বহু চালক। তখনই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়াভাবে চলতে থাকা দক্ষিণেশ্বর থেকে বিমানবন্দরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তা শিশুর। মৃতদের নাম যুগ হেলা, আদিত্য হেলা, অনু হেলা ও গনু হেলা।