২৪ ঘণ্টার খবরের জের- বীরভূমের নলহাটিতে বন্ধ পাথর শিল্প ফের চালু
চব্বিশ ঘণ্টার খবরের জের। বীরভূমের নলহাটিতে বন্ধ পাথর শিল্প ফের চালু হল। দুটি শ্রমিক সংগঠনের অসন্তোষের জেরে গত ২৭ এপ্রিল বন্ধ হয়ে গিয়েছিল পাথর শিল্প। একশো কুড়িটি খনি ও চারশো পঞ্চাশটি ক্র্যাশার বন্ধ হয়ে কাজ হারান ৩৫ হাজার মানুষ।
চব্বিশ ঘণ্টার খবরের জের। বীরভূমের নলহাটিতে বন্ধ পাথর শিল্প ফের চালু হল। দুটি শ্রমিক সংগঠনের অসন্তোষের জেরে গত ২৭ এপ্রিল বন্ধ হয়ে গিয়েছিল পাথর শিল্প। একশো কুড়িটি খনি ও চারশো পঞ্চাশটি ক্র্যাশার বন্ধ হয়ে কাজ হারান ৩৫ হাজার মানুষ।
চারমাস কাজ বন্ধ থাকায় অনাহারে, অপুষ্টিতে মৃত্যু হয় আঠারোজন মানুষের। যদিও রাজ্য সরকারের তরফে অনাহারে মৃত্যুর কথা স্বীকার করা হয়নি। তবে, চব্বিশ ঘণ্টায় বন্ধ শিল্পের খবর প্রচারিত হওয়ার পরেই তত্পর হয় প্রশাসন।