বিজেপি-র কর্মসূচি ঘিরে আবারও ধুন্ধুমার

আইন অমান্যের পর এবার পথ অবরোধেও অশান্তি। বিজেপি-র কর্মসূচি ঘিরে আবারও ধুন্ধুমার । পুলিস-বিক্ষোভকারী সংঘর্ষ জেলায় জেলায়। পুলিস ভ্যান ভাঙচুর, থানা ঘেরাও, দুপক্ষের মারামারি, পাল্টা পুলিসি লাঠিচার্জ, সবমিলিয়ে উত্তেজনা রইল দিনভর। রাজ্যজুড়ে শুক্রবার পথ অবরোধের কর্মসূচি ছিল বিজেপির। বৃহস্পতিবার দলের ডাকা আইন অমান্যে পুলিসি লাঠিচার্জ, অত্যাচারের অভিযোগে এই কর্মসূচির ডাক। তুলকালাম বেধে গেল একে ঘিরেই। জলপাইগুড়িতে লাঠিচার্জে জখম হন বিজেপি নেতা রাহুল সিনহা।

Updated By: Dec 18, 2015, 10:22 PM IST
বিজেপি-র কর্মসূচি ঘিরে আবারও ধুন্ধুমার

ওয়েব ডেস্ক: আইন অমান্যের পর এবার পথ অবরোধেও অশান্তি। বিজেপি-র কর্মসূচি ঘিরে আবারও ধুন্ধুমার । পুলিস-বিক্ষোভকারী সংঘর্ষ জেলায় জেলায়। পুলিস ভ্যান ভাঙচুর, থানা ঘেরাও, দুপক্ষের মারামারি, পাল্টা পুলিসি লাঠিচার্জ, সবমিলিয়ে উত্তেজনা রইল দিনভর। রাজ্যজুড়ে শুক্রবার পথ অবরোধের কর্মসূচি ছিল বিজেপির। বৃহস্পতিবার দলের ডাকা আইন অমান্যে পুলিসি লাঠিচার্জ, অত্যাচারের অভিযোগে এই কর্মসূচির ডাক। তুলকালাম বেধে গেল একে ঘিরেই। জলপাইগুড়িতে লাঠিচার্জে জখম হন বিজেপি নেতা রাহুল সিনহা।
রাজ্যের অন্যান্য প্রান্তেও ছড়ায় উত্তেজনা, অশান্তি। খাস কলকাতাও বাদ পড়েনি। আইন অমান্যে তাঁর ওপর পুলিসের লাঠি পড়েছিল। তবে এদিনও তারাতলায় অবরোধে ছিলেন বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং।সোনারপুরে দেখা যায় বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জিকে। তেঘরিয়ায় পুলিসের সঙ্গে বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি বেধে যায়। বাগুইআটি থানাও ঘেরাও করে বিজেপি।
শহর-শহরতলি এক ছবি। বাগুইআটি, হাওড়া ব্রিজ, তারাতলা, সল্টলেকের করুণাময়ী, পিএনবি মোড় সব জায়গাতেই বিক্ষোভ-অবরোধ চলে।  তবে সবচেয়ে বেশি ভুগতে হয়েছে আম পাবলিককে। ভুগিয়েছে যানজট।

.