নদিয়ার শিকারপুরে সিপিএম সমর্থকের বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার
মালদার ঘটনার পরও শিক্ষা নেয়নি পুলিস। কোনও রকম সতর্কতা ছাড়াই নদিয়ার শিমুরালিতে বোমা নিষ্ক্রিয় করা হল। আজ সকালে শিকারপুরে দুই সিপিএম সমর্থকের বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার হয়।
![নদিয়ার শিকারপুরে সিপিএম সমর্থকের বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার নদিয়ার শিকারপুরে সিপিএম সমর্থকের বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/05/04/54708-bomb-4-5-16.jpg)
ওয়েব ডেস্ক: মালদার ঘটনার পরও শিক্ষা নেয়নি পুলিস। কোনও রকম সতর্কতা ছাড়াই নদিয়ার শিমুরালিতে বোমা নিষ্ক্রিয় করা হল। আজ সকালে শিকারপুরে দুই সিপিএম সমর্থকের বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার হয়।
সিপিএম সমর্থক রবি শীল ও শক্তি তরফদারের বাড়ির সামনে থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌছয় পুলিস। সেফটি অপারেটিং প্রসিডিওর বা এসওপি না মেনেই বোমা নিষ্ক্রিয় করা হয়। চাকদহ থানার পুলিসের দাবি, আসলে চকোলেট বোমার মধ্যে দড়ি জড়িয়ে সেটিকে বড় করে রাখা হয়। আতঙ্ক ছড়াতেই এই কাজ করা হয় বলে পুলিসের দাবি।