গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত পাড়ুই, দফায় দফায় বোমাবাজি
পুলিস থাকা সত্ত্বেও তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে আজও উত্তপ্ত পাড়ুই। মহুলারা গ্রামে আজ সকাল থেকে বেশ কয়েকদফা বোমাবাজি হয়। গতকাল দুপুর থেকেই দফায় দফায় বোমাবাজি শুরু হয় ওই গ্রামে। এরপরই মহুলারা গ্রামে বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়।
পাড়ুই : পুলিস থাকা সত্ত্বেও তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে আজও উত্তপ্ত পাড়ুই। মহুলারা গ্রামে আজ সকাল থেকে বেশ কয়েকদফা বোমাবাজি হয়। গতকাল দুপুর থেকেই দফায় দফায় বোমাবাজি শুরু হয় ওই গ্রামে। এরপরই মহুলারা গ্রামে বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়।
সূত্রের খবর, গ্রামের একটি কমিটি গঠন নিয়েই বিবাদে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। গোটা ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের কোনও খবর নেই। তবে এক তৃণমূল কর্মীর বাড়ির খড়ের গাদায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সাত্তোরের তৃণমূল নেতা শেখ মোস্তাফা ও পাড়ুইয়ের তৃণমূল নেতা শেখ মোস্তাক গোষ্ঠীর অনুগামীদের মধ্যে এই সংঘর্ষ বলে জানা গেছে।