তৃণমূলের বিজয় মিছিল দেখতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর

তৃণমূলের বিজয় মিছিল দেখতে গিয়ে গুলিবিদ্ধ হল কিশোর। উত্তর দিনাজপুরের ইসলামপুরের ঘটনা। আহতকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাটানি।

Updated By: Jun 5, 2016, 09:10 PM IST
তৃণমূলের বিজয় মিছিল দেখতে গিয়ে গুলিবিদ্ধ কিশোর

ওয়েব ডেস্ক: তৃণমূলের বিজয় মিছিল দেখতে গিয়ে গুলিবিদ্ধ হল কিশোর। উত্তর দিনাজপুরের ইসলামপুরের ঘটনা। আহতকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাটানি।

চোপড়ার রাধাগছ গ্রাম দিয়ে যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল। বাড়ির দাওয়ায় দাঁড়িয়ে তাই দেখছিল সপ্তম শ্রেণির ছাত্র গড় আলি। হঠাত্‍ই বুকের বাঁদিকে গুলি লাগে তার। কোথা থেকে কে গুলি করল? সঠিক বলতে পারছে না পরিবার।

চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের দাবি, সপ্তম শ্রেণির ছাত্র গড় আলি তাঁদের কর্মী। বাম-কংগ্রেসের বিরুদ্ধে বিজয় মিছিলে গুলি চালানোর অভিযোগ তুলেছেন তিনি। জোটের পাল্টা অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করছিল তৃণমূল। গুলিও চলছিল। সেখান থেকেই গুলি ছিটকে লাগে গড় আলির গায়ে। গুলিবিদ্ধ গড় আলিকে ভর্তি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।

.