বডি ম্যাসাজের টোপ দিয়ে অপহরণ, তারপর খুন ব্যবসায়ী
বডি ম্যাসাজের টোপ দিয়ে ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনা ঘটল বাঁকুড়ায়। পরে নিজেদের মধ্যে গন্ডগোলের জেরে খুন করা হয় এক দুষ্কৃতীকেও। ধানবাদের দুটি জায়গা থেকে অর্ধদগ্ধ অবস্থায় দেহদুটি উদ্ধার করে পুলিস। বর্ধমানের পানাগড় থেকে গ্রেফতার করা হয় মূল পাণ্ডা শেখ সরাফতকে। পরে মোবাইলের সূত্র ধরে পুরো দলের নাগাল পায় পুলিস। এক তরুণী সহ গ্রেফতার করা হয় পাঁচজনকে। ধৃতদের আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে আটদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেয় আদালত। ঘটনার সিআইডি তদন্তের দাবি জানিয়েছে মৃত ব্যবসায়ীর পরিবার।
![বডি ম্যাসাজের টোপ দিয়ে অপহরণ, তারপর খুন ব্যবসায়ী বডি ম্যাসাজের টোপ দিয়ে অপহরণ, তারপর খুন ব্যবসায়ী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/07/19/40313-8burntbody.jpg)
ওয়েব ডেস্ক: বডি ম্যাসাজের টোপ দিয়ে ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনা ঘটল বাঁকুড়ায়। পরে নিজেদের মধ্যে গন্ডগোলের জেরে খুন করা হয় এক দুষ্কৃতীকেও। ধানবাদের দুটি জায়গা থেকে অর্ধদগ্ধ অবস্থায় দেহদুটি উদ্ধার করে পুলিস। বর্ধমানের পানাগড় থেকে গ্রেফতার করা হয় মূল পাণ্ডা শেখ সরাফতকে। পরে মোবাইলের সূত্র ধরে পুরো দলের নাগাল পায় পুলিস। এক তরুণী সহ গ্রেফতার করা হয় পাঁচজনকে। ধৃতদের আজ বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে আটদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেয় আদালত। ঘটনার সিআইডি তদন্তের দাবি জানিয়েছে মৃত ব্যবসায়ীর পরিবার।