ফের কার্টুন কাণ্ড, এবার শাসকের রোষানলে বর্ধমান পূর্ব কেন্দ্রের সিপিআইএম প্রার্থী
আবারও কার্টুনকাণ্ড। আরও একবার বিতর্ক মুখ্যমন্ত্রীর কার্টুন নিয়েই। এবার বর্ধমান-পূর্ব কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাসের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে বিতর্কিত একটি কার্টুন। জেলার নির্বাচনী আধিকারিকের কাছে এনিয়ে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও প্রার্থীর দাবি, তিনি নিজে ওই কার্টুনটি পোস্ট করেননি। কেউ সেটি ট্যাগ করেছে তাঁকে। ফলে এর দায় তাঁর ওপর বর্তায় কি ?
আবারও কার্টুনকাণ্ড। আরও একবার বিতর্ক মুখ্যমন্ত্রীর কার্টুন নিয়েই। এবার বর্ধমান-পূর্ব কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাসের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে বিতর্কিত একটি কার্টুন। জেলার নির্বাচনী আধিকারিকের কাছে এনিয়ে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও প্রার্থীর দাবি, তিনি নিজে ওই কার্টুনটি পোস্ট করেননি। কেউ সেটি ট্যাগ করেছে তাঁকে। ফলে এর দায় তাঁর ওপর বর্তায় কি ?
অম্বিকেশ-কাণ্ড মনে আছে কি?যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে গ্রেফতার হতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইন্টারনেটে একটি কার্টুন পোস্ট করায়। ভোটের মুখে আবারও বিতর্ক একটি কার্টুন ঘিরেই।
বর্ধমান-পূর্ব কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাসের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে ওই বিতর্কিত কার্টুন।
তাতে দেখা যাচ্ছে বৃদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিক্ষা করতে। কার্টুনের বক্তব্য অনুযায়ী, দু হাজার ষোলোর বিধানসভা ভোটের পর নাকি এমনই অবস্থা হবে মুখ্যমন্ত্রীর!
এই কার্টুন নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক। তৃণমূল নেত্রী সহ দলের বিরুদ্ধে কুত্সা রটনার অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
এই ঘটনায় ইতিমধ্যে বর্ধমানের জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল।
যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই ঈশ্বরচন্দ্র দাসের দাবি, তিনি নিজে এ ধরনের কোনও কার্টুন পোস্ট করেননি। কেউ তাঁকে ওই ছবিটি ট্যাগ করেছে। এতে তাঁর অপরাধ কী ? পাল্টা প্রশ্ন তুলেছেন সিপিআইএম প্রার্থীও।
এর আগে কার্টুন ফরোয়ার্ড করে জেলে পৌছে গিয়েছিলেন অম্বিকেশ মহাপাত্র। যা নিয়ে বিতর্ক আজও বন্ধ হয়নি। এবার এই নয়া কার্টুন-কাণ্ডে জল কোনদিকে গড়ায়, সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের।