সিপিএমের প্রাক্তন সাংসদ মইনুলের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের মামলা
ধর্মঘটের পরের দিনও শাসকের দাদাগিরি চলছেই। এবার ধর্মঘটের আক্রান্তদের বিরুদ্ধে খড়গহস্ত পুলিস। মইনুল হাসান সহ পাঁচ জনের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের মামলা করা হল। জামিন অযোগ্য ধারায় স্বতপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছে পুলিস। আক্রমণকারীদের বিরুদ্ধে কেন মামলা নয় প্রশ্ন বামেদের।
![সিপিএমের প্রাক্তন সাংসদ মইনুলের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের মামলা সিপিএমের প্রাক্তন সাংসদ মইনুলের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের মামলা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/09/03/42255-lop.jpg)
ওয়েব ডেস্ক: ধর্মঘটের পরের দিনও শাসকের দাদাগিরি চলছেই। এবার ধর্মঘটের আক্রান্তদের বিরুদ্ধে খড়গহস্ত পুলিস। মইনুল হাসান সহ পাঁচ জনের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের মামলা করা হল। জামিন অযোগ্য ধারায় স্বতপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছে পুলিস। আক্রমণকারীদের বিরুদ্ধে কেন মামলা নয় প্রশ্ন বামেদের।
তৃণমূলের দিন শেষ। তাই পুলিসকে কাজে লাগিয়ে বিরোধীদের কন্ঠরোধে মরিয়া শাসকদল। তাঁর বিরুদ্ধে পুলিসি মামলায় প্রতিক্রিয়া প্রাক্তন বাম সাংসদ মইনুল হাসানের।
বিরোধিতা করলেই শাসকের রোষ। পুলিসকে ব্যবহার করে বিরোধীদের ওপর চাপসৃষ্টি করছে তৃণমূল সরকার। তোপ অধীর চৌধুরীর।
পুলিসের পক্ষেই সওয়াল মান্নান হোসেনের। মইনুল হাসান মুর্শিদাবাদের বহিরাগত। তাঁরাই দলবল নিয়ে তৃণমূলের ওপর হামলা চালায়। আর তার জেরেই মামলা দায়ের করেছে পুলিস। দাবি তৃণমূল জেলা সভাপতির।