বাসন্তীতে রণক্ষেত্র, আরএসপি-তৃণমূল সংঘর্ষে আহত ২ মহিলা বাম সমর্থক

বাসন্তীতে আরএসপি-তৃণমূল কংগ্রেস সংঘর্ষে আহত হলেন দুই মহিলা বামফ্রন্ট সমর্থক। আরএসপি প্রার্থীর ব্যানার-পোস্টার লাগানো ঘিরে গণ্ডগোলের সূত্রপাত। বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের খেড়িয়ায় ঘটনাটি ঘটেছে। সকালে আরএসপি কর্মী মাহরুফ সর্দার, জয়নগর কেন্দ্রে দলের প্রার্থী সুভাষ নস্করের সমর্থনে কিছু ব্যানার ও পোস্টার লাগাতে গিয়েছিলেন।

Updated By: Mar 17, 2014, 05:11 PM IST

বাসন্তীতে আরএসপি-তৃণমূল কংগ্রেস সংঘর্ষে আহত হলেন দুই মহিলা বামফ্রন্ট সমর্থক। আরএসপি প্রার্থীর ব্যানার-পোস্টার লাগানো ঘিরে গণ্ডগোলের সূত্রপাত। বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের খেড়িয়ায় ঘটনাটি ঘটেছে। সকালে আরএসপি কর্মী মাহরুফ সর্দার, জয়নগর কেন্দ্রে দলের প্রার্থী সুভাষ নস্করের সমর্থনে কিছু ব্যানার ও পোস্টার লাগাতে গিয়েছিলেন।

কিন্তু অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মীরা রীতিমতো ফতোয়া জারি করে জানিয়ে দেয়, তৃণমূল ছাড়া আরও কোনও প্রার্থীর ব্যানার ওই এলাকায় লাগানো যাবে না। এনিয়ে বেশ খানিকক্ষণ দুপক্ষের কথা-কাটাকাটি চলে। উত্তেজিত তৃণমূল কর্মীরা মাহরুফের ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করে বলে অভিযোগ।

আরএসপি-র দাবি, তিনি সেখান থেকে পালিয়ে বাঁচলেও কিছুক্ষণ পর তাঁর বাড়িতে তৃণমূল কর্মীরা চড়াও হয়। মারধর করা হয় ওই আরএসপি কর্মীর স্ত্রী এবং মেয়েকে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিসবাহিনী ছাড়াও নামানো হয়েছে র‌্যাফ (RAF)।

.