পাহাড়ে ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূলনেত্রী
পাহাড়ে ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূলনেত্রী। তাই ভোট প্রচারে তাঁর ১ নম্বর টার্গেট মোর্চা। শুধু অশান্তি বা হিংসার পরিবেশ নিয়েই নয়, কার্শিয়াংয়ের জনসভায় নির্বাচনে কালো টাকার ব্যবহার নিয়েও সরব মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষকে তাঁর পাল্টা চ্যালেঞ্জ, ভয় দেখিয়ে তৃণমূলকে দমানো যাবে না। আগামিদিনে পাহাড়ে সব ভোটেই প্রার্থী দেবে তৃণমূল।
ওয়েব ডেস্ক: পাহাড়ে ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূলনেত্রী। তাই ভোট প্রচারে তাঁর ১ নম্বর টার্গেট মোর্চা। শুধু অশান্তি বা হিংসার পরিবেশ নিয়েই নয়, কার্শিয়াংয়ের জনসভায় নির্বাচনে কালো টাকার ব্যবহার নিয়েও সরব মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষকে তাঁর পাল্টা চ্যালেঞ্জ, ভয় দেখিয়ে তৃণমূলকে দমানো যাবে না। আগামিদিনে পাহাড়ে সব ভোটেই প্রার্থী দেবে তৃণমূল।
লড়াই এবার পাহাড়ে। শুরুতেই সুরটা বেধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিপদে-আপদে তিনিই পাহাড়বাসীর আপনজন। সুর চড়েছে মোর্চার প্রসঙ্গ আসতেই। শুধু পাহাড় অশান্ত করাই নয়। নির্বাচনের সময় যে পাহাড়ে কালো টাকা ঢোকে তা নিয়েও সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। বলেছেন, এবার থেকে পাহাড়ে সব নির্বাচনে লড়াইয়ের ময়দানে থাকবে তৃণমূল।