লাগাতার বৃষ্টি এবং মাটি ধ্বসে বিপর্যস্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলা
লাগাতার বৃষ্টি এবং মাটি ধ্বসে বিপর্যস্ত উত্তরবঙ্গের বেশকয়েকটি জেলা। শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার সহ বেশকয়েকটি জায়গায় রাতভর ভারি বৃষ্টি হয়েছে। সকালের দিকে বৃষ্টি থামলেও, আকাশে মেঘের ঘনঘটা। ফলে এখনই দুর্যোগ কাটার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। তিস্তা, মহানন্দা, জলঢাকা, রঙ্গিত নদীর জল বিপদসীমা ছুঁই ছুঁই।
![লাগাতার বৃষ্টি এবং মাটি ধ্বসে বিপর্যস্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলা লাগাতার বৃষ্টি এবং মাটি ধ্বসে বিপর্যস্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/14/67954-dhas14-10-16.jpg)
ওয়েব ডেস্ক: লাগাতার বৃষ্টি এবং মাটি ধ্বসে বিপর্যস্ত উত্তরবঙ্গের বেশকয়েকটি জেলা। শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার সহ বেশকয়েকটি জায়গায় রাতভর ভারি বৃষ্টি হয়েছে। সকালের দিকে বৃষ্টি থামলেও, আকাশে মেঘের ঘনঘটা। ফলে এখনই দুর্যোগ কাটার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। তিস্তা, মহানন্দা, জলঢাকা, রঙ্গিত নদীর জল বিপদসীমা ছুঁই ছুঁই।
আরও পড়ুন জীবনের ১৮ নম্বর A মার্কা পুজোটাও এসে গেল
কালিঝোরার কাছে ধ্বসে ক্ষতিগ্রস্ত দশ নম্বর জাতীয় সড়কে মেরামতির কাজ চলছে। এরই মধ্যে খুব ঝুঁকি নিয়েই গাড়ি চলাচল করছে। সিঙ্গল লেন দিয়েই বড় এবং ছোট গাড়িকে পাস করানো হয় বিপজ্জনক ভাবেই। সকালের দিকে বৃষ্টি থামায় মালবাজার মহকুমার নিচু এলাকা থেকে জল নামতে শুরু করেছে।