তৃণমূল নেতাকে খুন করতে সুপারি কিলার নিয়োগ!
তৃণমূল নেতাকে খুন করতে সুপারি কিলার নিয়োগের অভিযোগ উঠল আর এক নেতার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনা। অভিযোগ, আড়গোয়াল পঞ্চায়েতের সভাপতি অপরেশ সাঁতরাকে খুনের সুপারি দিয়েছেন প্রাক্তন সভাপতি পীযূষ নন্দী।
ওয়েব ডেস্ক: তৃণমূল নেতাকে খুন করতে সুপারি কিলার নিয়োগের অভিযোগ উঠল আর এক নেতার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনা। অভিযোগ, আড়গোয়াল পঞ্চায়েতের সভাপতি অপরেশ সাঁতরাকে খুনের সুপারি দিয়েছেন প্রাক্তন সভাপতি পীযূষ নন্দী।
আরও পড়ুন- ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট করায় আত্মঘাতী তরুণী
জেরায় একথা স্বীকার করেছেন, পীযূষের এক অনুগামী ভূতা। ভূতা জানিয়েছে, পঞ্চায়েত সভাপতির পদ থেকে অপসারণ মেনে নিতে পারেননি পীযূষ নন্দী।
জেলা নেতৃত্বের কাছে দরবার করেও ফল না হওয়ায় বর্তমান সভাপতিকেই সরিয়ে দিতে সুপারি কিলার নিয়োগ করেন তিনি। রবিবার সন্ধেয় বাড়ি ফেরার পথে তিনটি বাইক অপরেশ সাঁতরার পিছু নেয়। বিপদ বুঝে পেট্রল পাম্পে ঢুকে প্রাণ বাঁচান তিনি। পিছু নেওয়া বাইকে সওয়ার ভূতাকে চিনতে পারেন অপরেশ সাঁতরা। তারপর ভূতাকে ধরে এনে জেরা করতেই সুপারি আখ্যান সামনে আসে।