রাহুল গান্ধীর নির্বাচনী সভায় আমন্ত্রিত বাম নেতারা
এবার হেভিওয়েট নেতাদের প্রচারসভায় আরও জোরদার জোটবার্তা। রাহুল গান্ধীর ২রা এপ্রিলের নির্বাচনী সভায় আমন্ত্রণ পেলেন বাম নেতারা। এপ্রিলের প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন সীতারাম ইয়েচুরি। উত্তরবঙ্গে তাঁর প্রচার সভায় আমন্ত্রিত কংগ্রেস নেতারা।
![রাহুল গান্ধীর নির্বাচনী সভায় আমন্ত্রিত বাম নেতারা রাহুল গান্ধীর নির্বাচনী সভায় আমন্ত্রিত বাম নেতারা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/03/30/52431-rahulgandhi-30-3-16.jpg)
ওয়েব ডেস্ক: এবার হেভিওয়েট নেতাদের প্রচারসভায় আরও জোরদার জোটবার্তা। রাহুল গান্ধীর ২রা এপ্রিলের নির্বাচনী সভায় আমন্ত্রণ পেলেন বাম নেতারা। এপ্রিলের প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন সীতারাম ইয়েচুরি। উত্তরবঙ্গে তাঁর প্রচার সভায় আমন্ত্রিত কংগ্রেস নেতারা।
এক মঞ্চে বাম-কংগ্রেস। মিছিলেও পা মিলিয়েছেন দুদলের সমর্থক। কলকাতা হোক বা জেলা, জোটের এই প্রচার এখন পরিচিত ছবি। যৌথ প্রচারে এবার সামিল হেভিওয়েটরা।
ভোট প্রচারে রাজ্যে আসছেন রাহুল গান্ধী। ২রা এপ্রিল কুলটিতে সভা করবেন কংগ্রেস সহসভাপতি। সেই সভায় আমন্ত্রিত বাম নেতারা। কংগ্রেসের আমন্ত্রণ স্বীকার করেছে বাম নেতৃত্ব। বিশেষ কাজ থাকায় কুলটির সভায় থাকতে পারবেন না সূর্যকান্ত মিশ্র। তবে রাহুলের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে বংশগোপাল চৌধুরী সহ অন্য বাম নেতাদের। ৯ এপ্রিল নারায়ণগড়ে সিপিএম রাজ্যে সম্পাদকের প্রচার সভায় থাকার কথা প্রদেশ কংগ্রেস সভাপতির।
রাজ্যে প্রচারে আসছেন সিপিএম সাধারণ সম্পাদকও। উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করবেন সীতারাম ইয়েচুরি। সম্ভবত ৬ থেকে ৮ই এপ্রিল কয়েকটি প্রচারসভায় অংশ নেবেন তিনি। উত্তরবঙ্গে ইয়েচুরি প্রচার সভায় যোগ দেবেন কংগ্রেসের কয়েকজন হেভিওয়েট নেতাও।