হাওড়ার পানশালায় সিআরপিএফের তাণ্ডব, পানশালার কর্মীদের সঙ্গে বচসা
হাওড়ার পানশালায় CRPF এর তাণ্ডব। পানশালার কর্মীদের সঙ্গে বচসা। ভাঙচুর। গতকাল সন্ধে আটটা নাগাদ রেল স্টেশন লাগোয়া পানশালায় হাজির হয় কয়েকজন CRPF জওয়ান। মদ খাওয়া নিয়ে ওই পানশালার কর্মীদের সঙ্গে বচসা বাধে কয়েকজন CRPF জওয়ানদের। কিছুক্ষণের মধ্যে পানশালায় হাজির হন আরও কয়েকজন CRPF জওয়ান। পুলিসের সঙ্গে বচসা বাধে।
![হাওড়ার পানশালায় সিআরপিএফের তাণ্ডব, পানশালার কর্মীদের সঙ্গে বচসা হাওড়ার পানশালায় সিআরপিএফের তাণ্ডব, পানশালার কর্মীদের সঙ্গে বচসা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/26/64170-crpf26-8-16.jpg)
ওয়েব ডেস্ক: হাওড়ার পানশালায় CRPF এর তাণ্ডব। পানশালার কর্মীদের সঙ্গে বচসা। ভাঙচুর। গতকাল সন্ধে আটটা নাগাদ রেল স্টেশন লাগোয়া পানশালায় হাজির হয় কয়েকজন CRPF জওয়ান। মদ খাওয়া নিয়ে ওই পানশালার কর্মীদের সঙ্গে বচসা বাধে কয়েকজন CRPF জওয়ানদের। কিছুক্ষণের মধ্যে পানশালায় হাজির হন আরও কয়েকজন CRPF জওয়ান। পুলিসের সঙ্গে বচসা বাধে।
আরও পড়ুন রিও-র হল সারা, টোকিও-র হল শুরু
পুলিসের ওপর চড়াও হয় বাকিরা। দল বেঁধে রীতিমতো বন্দুক উঁচিয়ে হুমকি দেওয়া শুরু হয়। পরে হাওড়া কোরাপুট এক্সপ্রেসে করে রওনা হয়ে যান তাঁরা। দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার করেনি।
আরও পড়ুন উয়েফার বিচারে ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো