মিজোরামে অপহৃত বাঁকুড়ার যুবক দীপ অবশেষে মুক্তি পেলেন
দীর্ঘ ১১৯দিন পর মুক্তি পেতে চলেছেন মিজোরামে অপহৃত বাঁকুড়ার যুবক দীপ মণ্ডল। একটি মোবাইল সার্ভিস প্রোভাইডিং সংস্থার কর্মী ছিলেন দীপ। মাস চারেক আগে আইজল থেকে একশো কিলোমিটার দূরে তাঁকে অপহরণ করে ব্রু জঙ্গিরা। দীপ মণ্ডলের মুক্তির জন্য ৩০ লক্ষ টাকা দাবি করে জঙ্গিরা।
দীর্ঘ ১১৯দিন পর মুক্তি পেলেন মিজোরামে অপহৃত বাঁকুড়ার যুবক দীপ মণ্ডল। একটি মোবাইল সার্ভিস প্রোভাইডিং সংস্থার কর্মী ছিলেন দীপ। মাস চারেক আগে আইজল থেকে একশো কিলোমিটার দূরে তাঁকে অপহরণ করে ব্রু জঙ্গিরা। দীপ মণ্ডলের মুক্তির জন্য ৩০ লক্ষ টাকা দাবি করে জঙ্গিরা।
কিন্তু, তাঁর পরিবারের পক্ষে সে টাকা দেওয়া সম্ভব ছিল না। দীপকে জীবন্ত উদ্ধারের আশাই ছেড়ে দিয়েছিল তাঁর পরিবার। হঠাত্ই দিনকয়েক আগে মিজোরাম পুলিসের তরফ থেকে দীপের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁদের বলা হয়, দীপকে ছেড়ে দিতে রাজি হয়েছে জঙ্গিরা। এরপরেই মিজোরামে যায় দীপের পরিবার। আজই তাঁকে মুক্তি দেওয়া হবে। দীপ মণ্ডলকে পার্বত্য চট্টগ্রামে আটকে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে।