মেজিয়ায় হাতির তাণ্ডব
হাতির তাণ্ডবে গ্রাম ছেড়ে পালালেন মানুষ। বাঁকুড়ার মেজিয়ার দুর্গানামা গ্রামে ঘটনাটি ঘটেছে। গতকাল রাত দুটো নাগাদ গ্রামে হামলা চালায় দাঁতালটি। তারপর একে একে ভাঙচুর চালায় কুটিটি বাড়িতে।
হাতির তাণ্ডবে গ্রাম ছেড়ে পালালেন মানুষ। বাঁকুড়ার মেজিয়ার দুর্গানামা গ্রামে ঘটনাটি ঘটেছে। গতকাল রাত দুটো নাগাদ গ্রামে হামলা চালায় দাঁতালটি। তারপর একে একে ভাঙচুর চালায় কুটিটি বাড়িতে। তিনটি গরু ও তিনটি ছাগল মেরে ফেলেছে হাতিটি। নষ্ট করেছে বেশ কয়েকবিঘা জমির ফসল। হাতির তাণ্ডবে সংলগ্ন দামোদর নদ পেরিয়ে পালিয়ে গিয়েছে বেশিরভাগ গ্রামবাসী। তাঁদের অভিযোগ, হাতির খবর পেয়ে বন দফতরের আধিকারিক এসে ক্ষয়ক্ষতির খতিয়ান টুকে নিয়ে গেলেও, হাতি তাড়াতে কোনও ব্যবস্থা নেয়নি।