শীতে কুয়াশার দাপটে ক্ষতিগ্রস্থ পানচাষিরা
শীতে কুয়াশার দাপটে এবছরও উত্তর দিনাজপুরে পান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী জেলার মোট পান চাষের ৬৫ শতাংশই ধসা রোগে ক্ষতিগ্রস্থ। গত বছরও ক্ষতির পর পানচাষীদের ত্রাণ পৌঁছে দিয়েছিল সরকার। এবারেও সরকারি সেই সাহায্যের আশায় রয়েছেন উত্তর দিনাজপুরের পানচাষীরা।
শীতে কুয়াশার দাপটে এবছরও উত্তর দিনাজপুরে পান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী জেলার মোট পান চাষের ৬৫ শতাংশই ধসা রোগে ক্ষতিগ্রস্থ। গত বছরও ক্ষতির পর পানচাষীদের ত্রাণ পৌঁছে দিয়েছিল সরকার। এবারেও সরকারি সেই সাহায্যের আশায় রয়েছেন উত্তর দিনাজপুরের পানচাষীরা।
উত্তর দিনাজপুর জেলায় সরকারি হিসেবে পানচাষীর সংখ্যা ৫৫০। পান চাষ হয় মোট একশো আটাত্তর হেক্টর জমিতে। সেই সব পানের বরোজেই এবারে কুয়াশার জেরে শুরু হয়ছে ধসা রোগ। ফলে পাতা লাল হয়ে ঝড়ে পড়ছে বলে জানিয়েছে পানচাষীরা।
উত্তর দিনাজপুরের মোট পানের বরোজের ৬৫ শতাংশই এবারে ক্ষতির মুখে পড়েছে। পান চাষের ক্ষতির রিপোর্ট ইতিমধ্যেই রাজ্যের উদ্যান পালন বিভাগে পাঠানো হয়েছে। সরকার ক্ষতিগ্রস্থ চাষিদের জন্য ত্রাণ মঞ্জুর করলে তা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলার উদ্যান পালন আধিকারিক।
গত বছরও পান চাষে ক্ষতির পর চাষীদের ত্রাণ দিয়েছিল রাজ্য সরকার। এবারেও ক্ষতিগ্রস্থ চাষিদের পাশে সরকার না দাঁড়ালে পান উত্পাদনে বিরাট ঘাটতি তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে বর্তমান সরকার পানচাষিদের পাশে কতটা দাঁড়ায় এখন সেটাই দেখার।