মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষোভের আগুন আত্মঘাতী কৃষক পরিবারে

কৃষক আত্মহত্যা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সরব হলেন আত্মঘাতী কৃষকদের পরিবারের সদস্যরা। গত ১ জানুয়ারি বর্ধমানের রাজপুরগ্রামে আত্মঘাতী হয়েছিলেন অমিয় সাহা। চাষে লোকসান আর ঋণের চাপেই শেষ পর্যন্ত ওই কৃষক আত্মহত্যার পথ বেছে নেন বলে জানিয়েছে তাঁর পরিবার।

Updated By: Jan 24, 2012, 10:49 PM IST

কৃষক আত্মহত্যা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সরব হলেন আত্মঘাতী কৃষকদের পরিবারের সদস্যরা। গত ১ জানুয়ারি বর্ধমানের রাজপুরগ্রামে আত্মঘাতী হয়েছিলেন অমিয় সাহা। চাষে লোকসান আর ঋণের চাপেই শেষ পর্যন্ত ওই কৃষক আত্মহত্যার পথ বেছে নেন বলে জানিয়েছে তাঁর পরিবার। তাঁদের দাবি, বিশ্বাস করতে না চাইলে প্রয়োজনে গ্রামে এসে পরিস্থিতি দেখে যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মন্তব্যের লিখিত প্রতিবাদ জানিয়েছেন বর্ধমানের আরেক আত্মঘাতী কৃষক সুশান্ত ঘোষের পরিবারও।
রাজ্যে একের পর এক কৃষক আত্মহত্যার ঘটনা ঘটলেও তা মানতে নারাজ মুখ্যমন্ত্রী। তাঁর মতে, যারা আত্মহত্যা করছেন তাঁরা কেউ কৃষক নন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জেরে আত্মঘাতী কৃষকদের পরিবারগুলির ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে আজ। আত্মঘাতী হন অমিয় সাহার পরিবারের অভিযোগ, খরিফ মরশুমে ধান চাষের পর আলু চাষ করেও লোকসানের মুখে পড়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর মন্তব্যকে সরাসরি অসত্য বলে বর্ণনা করেছেন তাঁরা।
মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া প্রতিবাদ এসেছে গলসীর হিট্টাগ্রামের আত্মঘাতী কৃষক সুশান্ত ঘোষের পরিবারের তরফেও। সেই সঙ্গে বর্ধমানের জেলাশাসক শরত্‍ দ্বিবেদীকে লিখিতভাবে নিজেদের দুরবস্থার কথা জানিয়েছেন তাঁরা।

.