মহাভারতের পাশার লড়াইয়ের লজ্জাজনক পুনরাবৃত্তি, জুয়ার নেশায় উন্মত্ত বাবা বাজিতে হারলেন কিশোরী মেয়েকে, দ্বিগুণ বয়সী ব্যক্তির সঙ্গে বাধ্য করলেন বিয়েতে
মহাভারতের দ্যূতক্রীড়া মঞ্চের লজ্জাজনক প্রায় পুনরাবৃত্তি হল এই ২০১৩-এর তথাকথিত উন্নত এবং সভ্য মানব সমাজে। পাশাখেলার মঞ্চে স্ত্রী দ্রৌপদীকে বাজিতে লাগিয়ে হেরেছিলেন যুধিষ্ঠির। কৃষ্ণার চরম লাঞ্ছনার নির্বাক দর্শক ছিলেন তিনি। প্রায় একই কায়দায় মালদার কৃষ্ণপুরের বুড়িতলা গ্রামের জুয়ার নেশায় মত্ত এক বাবা দ্বিগুণ বয়সী এক ব্যক্তির কাছে মেয়েকে বাজিতে হারলেন।
মহাভারতের দ্যূতক্রীড়া মঞ্চের লজ্জাজনক প্রায় পুনরাবৃত্তি হল এই ২০১৩-এর তথাকথিত উন্নত এবং সভ্য মানব সমাজে। পাশাখেলার মঞ্চে স্ত্রী দ্রৌপদীকে বাজিতে লাগিয়ে হেরেছিলেন যুধিষ্ঠির। কৃষ্ণার চরম লাঞ্ছনার নির্বাক দর্শক ছিলেন তিনি। প্রায় একই কায়দায় মালদার কৃষ্ণপুরের বুড়িতলা গ্রামের জুয়ার নেশায় মত্ত এক বাবা দ্বিগুণ বয়সী এক ব্যক্তির কাছে মেয়েকে বাজিতে হারলেন।
চলতি মাসের এক তারিখ জুয়ারি বাবা স্থানীয় এক যুবক সুকুমার মণ্ডলের বাজিতে সব কিছু হারিয়ে ফেলার পর উন্মত্ত বাবা নিজের মেয়েকেও বাজিতে লাগান! এবং যথারীতি হেরেও যান।
যদিও এরপর দুই পরিবারের মধ্যে বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। আসছে বছরের জানুয়ারির ২২ তারিখ বিয়ের দিনও ধার্য হয়ে গেছে। ডিসেম্বরের ৯ তারিখ গ্রামের লোকজন আর আত্মীয়দের নিয়ে হয়েগেছে বাগদান অনুষ্ঠানও।
কিন্তু এই সবকিছুর মধ্যেই জুয়ারি বাবার অষ্টমশ্রেণীর মেয়েকে দ্বিগুণ বয়সী এক ব্যক্তির সঙ্গে বাধ্য হয়ে বিয়ের জন্য ছাড়তে হয়েছে পড়াশোনা।
হাবিবপুরের বিডিও অর্ণব রায়ের সঙ্গে যোগাযোগ করা হোলে তিনি জানান বাংলাদেশ সীমান্তে অবস্থিত ওই গ্রামে এই সংক্রান্ত বিস্তারিত খবর সংগ্রহের জন্য তিনি তাঁর দলকে পাঠিয়েছেন।
কিশোরী মেয়েটির অকালে বিয়ে ঠেকাতে তাঁরা যথাযথ ব্যবস্থা নেবেন বলে বিডিও জানিয়েছেন।