ফের আগুন হাওড়ায়, এবার বাউড়িয়ার নর্থ জুটমিলে
হাওড়ার বাউড়িয়ায় নর্থ জুট মিলে আগুন। পাটের গুদামে আগুন লাগে। দ্রুত সেই আগুন অন্যত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১টি ইঞ্জিন। ধোঁয়ায় ঢেকে কারখানা চত্বর। কাজ করতে সমস্যায় পড়েন দমকল কর্মীরা। অসুস্থও হয়ে পড়েন এক শ্রমিক। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
ওয়েব ডেস্ক : হাওড়ার বাউড়িয়ায় নর্থ জুট মিলে আগুন। পাটের গুদামে আগুন লাগে। দ্রুত সেই আগুন অন্যত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১টি ইঞ্জিন। ধোঁয়ায় ঢেকে কারখানা চত্বর। কাজ করতে সমস্যায় পড়েন দমকল কর্মীরা। অসুস্থও হয়ে পড়েন এক শ্রমিক। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
এদিকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় হাওড়া জতুগৃহে পরিণত হয়েছে কিনা, সেই প্রশ্নটা তুলেছেন স্বয়ং দমকলমন্ত্রীই। কয়েকদিন আগেই ভয়াবহ আগুন লাগে হাওড়ার ফোরশোর রোডে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় সুতো ও হোসিয়ারি কারখানা। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ভস্মীভূত হয়ে যায় দুটি কারখানা। এরই পাশাপাশি সেদিন আগুন লাগে হাওড়ার শিবপুরে ফোর্ট উইলিয়াম জুট মিলেও।
আরও পড়ুন, নোট বাতিলের প্রতিবাদ, রিজার্ভ ব্যাঙ্কের সামনে ধরনায় তৃণমূল বিধায়করা