অফিস টাইমে শিয়ালদহগামী বনগাঁ লোকালে আগুন, আতঙ্কিত যাত্রীরা

আগুন লাগল শিয়ালদহগামী বনগাঁ লোকালে। আজ হাবড়া স্টেশনে ঢোকার মুখে ট্রেনের গার্ড কামরা সংলগ্ন জেনারেটর কেবিন থেকে হঠাত্‍ ধোঁয়া বের হতে দেখা যায়। রক্ষণাবেক্ষণের অভাবকেই এজন্য প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। সকাল ৯টা ৫ বনগাঁ থেকে ছেড়েছিল ট্রেনটি। আচমকাই প্রবল ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। হাবড়া স্টেশনে ঢোকার আগেই দাঁড়িয়ে যায় ট্রেন।

Updated By: Jun 18, 2015, 11:35 AM IST
অফিস টাইমে শিয়ালদহগামী বনগাঁ লোকালে আগুন, আতঙ্কিত যাত্রীরা

ওয়েব ডেস্ক: আগুন লাগল শিয়ালদহগামী বনগাঁ লোকালে। আজ হাবড়া স্টেশনে ঢোকার মুখে ট্রেনের গার্ড কামরা সংলগ্ন জেনারেটর কেবিন থেকে হঠাত্‍ ধোঁয়া বের হতে দেখা যায়। রক্ষণাবেক্ষণের অভাবকেই এজন্য প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। সকাল ৯টা ৫ বনগাঁ থেকে ছেড়েছিল ট্রেনটি। আচমকাই প্রবল ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। হাবড়া স্টেশনে ঢোকার আগেই দাঁড়িয়ে যায় ট্রেন।

আতঙ্ক ছড়ায় ছাত্রীদের মধ্যে। পরে ট্রেনটিকে স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে নিয়ে গিয়ে একপ্রস্থ পরীক্ষানীরিক্ষা করেন রেল কর্মীরা। সেখানেই দাঁড় করিয়ে রাখা হয়েছে ট্রেনটিকে। এই ঘটনায় ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। এক ও দুই নম্বর লাইন দিয়ে ট্রেন চালানো হচ্ছে। তবে দেরিতে চলছে আপ-ডাউন ট্রেনগুলি।

.