সিঙ্গুর এখন মহাব্যস্ত, আজ ফের সেখানে যাচ্ছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম

সিঙ্গুর এখন মহাব্যস্ত। গতকালের পর আজ ফের সেখানে যাচ্ছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কাজ কেমন গতিতে এগোচ্ছে, খতিয়ে দেখবেন তিনি। যে সব কৃষকরা আগে চেক নেননি, তাঁদের জন্য চেক প্রায় রেডি। কাজ শেষ পর্যায়ে। স্ক্রুটিনির পর যাবতীয় নিয়মকানুন মেনে এগোচ্ছে এই প্রক্রিয়া। চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে তা শেষ করার চেষ্টায় প্রশাসন।

Updated By: Sep 10, 2016, 12:32 PM IST
সিঙ্গুর এখন মহাব্যস্ত, আজ ফের সেখানে যাচ্ছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম

ওয়েব ডেস্ক: সিঙ্গুর এখন মহাব্যস্ত। গতকালের পর আজ ফের সেখানে যাচ্ছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কাজ কেমন গতিতে এগোচ্ছে, খতিয়ে দেখবেন তিনি। যে সব কৃষকরা আগে চেক নেননি, তাঁদের জন্য চেক প্রায় রেডি। কাজ শেষ পর্যায়ে। স্ক্রুটিনির পর যাবতীয় নিয়মকানুন মেনে এগোচ্ছে এই প্রক্রিয়া। চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে তা শেষ করার চেষ্টায় প্রশাসন।

আরও পড়ুন এত যে BMW-এর বিনিয়োগের কথা শুনলেন, জেনেই নিন BMW সম্পর্কে অজানা সব তথ্য

জোরকদমে চলছে জমি জরিপের কাজও। কাজে লাগানো হয়েছে বেসরকারি সংস্থাকে। সকাল থেকে রাত পর্যন্ত, ব্যস্ত সিঙ্গুর। স্থানীয় বাসিন্দারাও খুশির মেজাজে।অবশেষে চলে যাওয়া জমি ফেরত পেতে চলেছেন তাঁরা।

আরও পড়ুন জেনেই হোক অথবা না জেনেই, নীল আলো শহরে বসানোর জন্য ধন্যবাদ দিতে চাই মুখ্যমন্ত্রীকে

 

.