নবান্নের সামনে চলল গুলি, কিন্তু পুলিশ বলছে গুলির খোল পাওয়া যায়নি!

  হাওড়ার শিবপুরে সিন্ডিকেট রাজের অভিযোগ। রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নের অদূরে শনিবার রাতে গুলি চলল। অভিযোগ বাড়ি ভাঙা ও প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত দুই ব্যবসায়ীর মধ্যে বিবাদের জেরে এই ঘটনা। তবে সিন্ডিকেট নিয়ে মুখ খুলতে চায়নি পুলিস। পুলিসের দাবি,  ঘটনাস্থল থেকে উদ্ধার হয়নি কোনও গুলির খোল।

Updated By: Jun 19, 2016, 08:07 PM IST
নবান্নের সামনে চলল গুলি, কিন্তু পুলিশ বলছে গুলির খোল পাওয়া যায়নি!

ওয়েব ডেস্ক:  হাওড়ার শিবপুরে সিন্ডিকেট রাজের অভিযোগ। রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নের অদূরে শনিবার রাতে গুলি চলল। অভিযোগ বাড়ি ভাঙা ও প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত দুই ব্যবসায়ীর মধ্যে বিবাদের জেরে এই ঘটনা। তবে সিন্ডিকেট নিয়ে মুখ খুলতে চায়নি পুলিস। পুলিসের দাবি,  ঘটনাস্থল থেকে উদ্ধার হয়নি কোনও গুলির খোল।

শনিবার রাতে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী ভূপিন্দর ভার্মা। শিবপুরের শান্তি সিং মোড়ের কাছে হঠাত্ই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বাবলু নামে এক দুষ্কৃতী  কোনও রকমে প্রাণে বেঁচে পালিয়ে যান ভূপিন্দর। পরে ব্যবসায়ীর বাড়িতেও ভূপিন্দরের খোঁজে যায় বাবলু

 

কেন ভূপিন্দরকে লক্ষ্য করে গুলি চালাল বাবলু?  অভিযোগ,  প্রোমোটিং ও বাড়ি ভাঙা ব্যবসার সঙ্গে যুক্ত ভূপিন্দরের সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাদ একই ব্যবসায় যুক্ত সন্তোষ সিংয়ের। ব্যবসায়িক রেষারেষির জেরেই সন্তোষ ঘনিষ্ঠ বাবলু গতকাল গুলি চালায় বলে অভিযোগ উঠছে।

 

ভূপিন্দর ভার্মা ও তাঁর পরিবার খোলসা করে কিছু না বলতে চাইলেও সন্তোষ সিংয়ের কথাতে কিন্তু উঠে আসছে সিন্ডিকেট বিবাদের অভিযোগ।

 

সিন্ডিকেট নিয়ে অবশ্য কোনও মন্তব্যেই নারাজ পুলিস। এমনকি রাজ্য প্রশাসনের সদর দফতরের অদূরে শিবপুরে গুলি চলার ঘটনাও মানতে চাইছে না শিবপুর থানার পুলিস। পুলিসের দাবি,  ঘটনাস্থল থেকে কোনও গুলির খোল উদ্ধার হয়নি।

.