দেশমূল গ্রামে পৌঁছল বিদ্যুতের আলো
পশ্চিম মেদিনীপুরের একটি ছোট্ট গ্রাম, দেশমূল গ্রাম। রাজ্যের আর পাঁচটা পিছিয়ে পড়া গ্রামের সঙ্গে এই গ্রামের কোনও পার্থক্য নেই। তবুও হঠাত দেশমূল আজ খবরের শিরোনামে। কারণ এতদিন যে গ্রাম অন্ধকারে ডুবেছিল সেই গ্রামে এখন আলোর দেখা মিলেছে।
ওয়েব ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের একটি ছোট্ট গ্রাম, দেশমূল গ্রাম। রাজ্যের আর পাঁচটা পিছিয়ে পড়া গ্রামের সঙ্গে এই গ্রামের কোনও পার্থক্য নেই। তবুও হঠাত দেশমূল আজ খবরের শিরোনামে। কারণ এতদিন যে গ্রাম অন্ধকারে ডুবেছিল সেই গ্রামে এখন আলোর দেখা মিলেছে। ঘরে ঘরে আর হ্যারিকেন বা লম্ফ নয়, জ্বলবে টিউব লাইট, মাথার ওপর ঘু্রবে ফ্যান। 'সবার ঘরে আলো' এই প্রকল্পের আওতায় গ্রামের প্রতি ঘরেই বিদ্যুতের আলো পৌঁছে গিয়েছে। আর তাই আলো শুধু গ্রামের ঘর বাড়িতেই নয়, অন্ধকারকে কাটিয়ে খুশির আলো বাসিন্দাদের চোখে-মুখেও।
পড়ুন সরকারের হাত ধরে কৃষিতে রাজ্যের অগ্রগতি