ইভটিজিং-এর অপমানের জেরে আত্মঘাতী ছাত্রী

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সালিশি সভা ডেকে বাবাকে অপমান করায় আত্মঘাতী হল অষ্টম শ্রেণির এক ছাত্রী। মেয়ে উজ্জলা প্রসাদকে স্কুল যাওয়ার পথে উত্যক্ত করায় কয়েকজন যুবককে বকাবকি করেছিলেন বার্নপুরের শ্যামবাঁধের বাসিন্দা মনোজ প্রসাদ।

Updated By: Aug 14, 2012, 04:11 PM IST

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সালিশি সভা ডেকে বাবাকে অপমান করায় আত্মঘাতী হল অষ্টম শ্রেণির এক ছাত্রী। মেয়ে উজ্জলা প্রসাদকে স্কুল যাওয়ার পথে উত্যক্ত করায় কয়েকজন যুবককে বকাবকি করেছিলেন বার্নপুরের শ্যামবাঁধের বাসিন্দা মনোজ প্রসাদ।
অভিযোগ, তারপরই স্থানীয় কয়েকজন যুবক সালিশি সভা বসায়। সেই সভাতেই মনোজ প্রসাদকে অপমান করা হয়। মেয়ে উজ্জলার নামেও কটুক্তি করা হয়। স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও অন্যান্য নেতাদের কাছে অভিযোগ জানান মনোজ প্রসাদ। অভিযোগ, থানায় গেলে তাঁদের বলা হয় পুলিস এখন ব্যস্ত রয়েছে। এরপরই অপমানিত উজ্জলা গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যা করে। আজ সকালে মৃত্যু হয় উজ্জলার। এরপরই নড়েচড়ে বসে পুলিস। নয় জনের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ দায়ের করা হয়। কয়েকজনকে আটক করেছে হীরাপুর থানার পুলিস।

.