জিটিএ নিয়ে অনড় মোর্চা

গোর্খাল্যান্ডে পৌঁছনোর রাস্তা জিটিএ। এবং গোর্খাল্যান্ডের দাবি থেকে তাঁরা একচুলও সরেননি। জিটিএ-র সীমানা নির্ধারণ নিয়ে শুক্রবার কলকাতায় উচ্চ-পর্যায়ের বৈঠকে যোগ দিতে আসার আগে এ ভাবেই আরও একবার নিজেদের পুরনো অবস্থান সম্পর্কে জোরালো সওয়াল করলেন মোর্চা নেতা রোশন গিরি।

Updated By: Feb 23, 2012, 10:32 PM IST

গোর্খাল্যান্ডে পৌঁছনোর রাস্তা জিটিএ। এবং গোর্খাল্যান্ডের দাবি থেকে তাঁরা একচুলও সরেননি। জিটিএ-র সীমানা নির্ধারণ নিয়ে শুক্রবার কলকাতায় উচ্চ-পর্যায়ের বৈঠকে যোগ দিতে আসার আগে এ ভাবেই আরও একবার নিজেদের পুরনো অবস্থান সম্পর্কে জোরালো সওয়াল করলেন মোর্চা নেতা রোশন গিরি।
জিটিএ বিলে সম্মতি দিতে এবার বিশেষ উদ্যোগ নিতে চলেছে কেন্দ্র। দু`দিনের মধ্যেই বিলটি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রী মনমোহন সিং বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বৃহস্পতিবার মোর্চা নেতা রোশন গিরি বলেন, তাঁর আশা জিটিএ-র সীমানা নির্ধারণ করার জন্য যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, তা দ্রুত কাজ শেষ করবে। তরাই-ডুয়ার্সের তিনশো ছিয়ানব্বইটি মৌজাই জিটিএ-তে পাওয়ার ব্যাপারে আশাবাদী মোর্চা। কিন্তু জিটিএ নিয়ে পাহাড়ের কিছু কিছু অংশে যে বিরোধিতা শুরু হয়েছে, সে সম্পর্কে রোশন গিরির বক্তব্য, তাঁরা গোর্খাল্যান্ডের দাবি থেকে একেবারেই সরে আসেননি। এমনকী, রাজ্য সরকারের সঙ্গে এ নিয়ে যে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে, তাতেও গোর্খাল্যান্ডের বিষয়টিকে বাদ দেওয়া হয়নি। গোর্খাল্যান্ডে পৌঁছনোরই একমাত্র রাস্তা জিটিএ-ই।
শুক্রবার জিটিএ-র সীমানা নির্ধারণ সম্পর্কিত একটি উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা কলকাতায়। ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য বৃহস্পতিবার রওনা হন মোর্চা নেতা রোশন গিরি। সেখানে আদিবাসী বিকাশ পরিষদের বহিষ্কৃত নেতা জন বার্লাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন রোশন গিরি।

.