বিতর্ককে সঙ্গী করেই আজ নিলামে উঠছে হলদিয়া পেট্রোকেমিক্যালসের শেযার

বিতর্ককে সঙ্গী করেই আজ নিলামে উঠছে হলদিয়া পেট্রোকেমিক্যালস। সংস্থায় রাজ্য সরকারের শেয়ার কার হাতে যাবে, আজ তা চূড়ান্ত হবে। হলদিয়া পেট্রোকেমিক্যালসের ১৫ কোটি ৫০ লক্ষ টাকার শেয়ারের মালিকানা নিয়ে রাজ্য সরকার ও চ্যাটার্জি গোষ্ঠীর মধ্যে বিরোধ রয়েছে। রাজ্য সরকারের দাবি, ওই শেয়ারের মালিকানা তাদের। পেট্রোকেমের শরিক চ্যাটার্জি গোষ্ঠীর দাবি, রাজ্যের নয়, শেয়ারের মালিকানা রয়েছে তাদের হাতে।

Updated By: Oct 10, 2013, 01:26 PM IST

বিতর্ককে সঙ্গী করেই আজ নিলামে উঠছে হলদিয়া পেট্রোকেমিক্যালস। সংস্থায় রাজ্য সরকারের শেয়ার কার হাতে যাবে, আজ তা চূড়ান্ত হবে। হলদিয়া পেট্রোকেমিক্যালসের ১৫ কোটি ৫০ লক্ষ টাকার শেয়ারের মালিকানা নিয়ে রাজ্য সরকার ও চ্যাটার্জি গোষ্ঠীর মধ্যে বিরোধ রয়েছে। রাজ্য সরকারের দাবি, ওই শেয়ারের মালিকানা তাদের। পেট্রোকেমের শরিক চ্যাটার্জি গোষ্ঠীর দাবি, রাজ্যের নয়, শেয়ারের মালিকানা রয়েছে তাদের হাতে।
সরকার ও চ্যাটার্জি গোষ্ঠীর এই বিবাদ আদালতে এখনও বিচারাধীন। এই পরিস্থিতিতে আজ নিলামের দরপত্র খোলা হবে। হলদিয়া পেট্রোকেমে সরকারি শেয়ার কেনার জন্য তিনটি রাষ্ট্রায়ত্ত ও দুটি বেসরকারি সংস্থা আগ্রহ দেখায়। তাদের মধ্যে ছিল, আইওসি, গেল, ওএনজিসি, মুকেশ অম্বানির রিলায়েন্স এবং কেয়ার্ন ও এসার। যদিও সোমবারের নিলামপর্বে শুধুমাত্র আইওসি বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনই দরপত্র জমা দেয়।
শিল্পমহলের একাংশের ধারণা, রুগ্ন হলদিয়ার শেয়ার মালিকানা আইওসি-র হাতে গেলে, তাতে আখেরে সংস্থারই লাভ হবে। কারণ দীর্ঘদিন ধরে বিপুল আর্থিক লোকসানে চলা এই সংস্থা ন্যাপথা কিনতে পারছে না। অন্যদিকে, আইওসির নিজেই ন্যাপথা উত্পাদন করে। কিন্তু এত সহজে মুশকিল আসান হবে না বলে মনে করছে শিল্পমহলের আরেকটা বড় অংশ। কারণ, হলদিয়ায় শেয়ারের মালিকানা নিয়ে রাজ্য ও চ্যাটার্জি গোষ্ঠীর বিবাদ আদালতে বিচারাধীন।

.