পাহাড়ে চলছে `ঘরের ভিতর জনতা` কর্মসূচি, গ্রেফতার জিটিএ সদস্য সহ ২৬

দার্জিলিংয়ে ধরপাকড় অব্যাহত। আজ মোর্চার`ঘরের ভিতর জনতা` কর্মসূচির আগে গতরাতে গ্রেফতার হলেন জিটিএ সদস্য প্রভা ছেত্রী সহ মোট ২৬ জন মোর্চা সমর্থক। প্রভা ছেত্রী নারী মোর্চার গুরুত্বপূর্ণ সদস্য।

Updated By: Aug 19, 2013, 09:32 AM IST

দার্জিলিংয়ে ধরপাকড় অব্যাহত। আজ মোর্চার`ঘরের ভিতর জনতা` কর্মসূচির আগে গতরাতে গ্রেফতার হলেন জিটিএ সদস্য প্রভা ছেত্রী সহ মোট ২৬ জন মোর্চা সমর্থক। প্রভা ছেত্রী নারী মোর্চার গুরুত্বপূর্ণ সদস্য।
২৬ জনের মধ্যে ১৭জনকেই ধরা হয়েছে পুরনো মামলায়। চারদিন বনধ শিথিল ছিল পাহাড়ে। এই চারদিনে পাহাড়ে এসেছেন অনেক পর্যটক। আজ থেকে ফের অশান্তির আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, ২০ থেকে ২৩ তারিখ পর্যন্ত জনতা রাস্তায় নেমে গোর্খাল্যান্ডের দাবিতে মিছিল করবে। ২৭ ও ২৮ তারিখ দিল্লিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সোনিয়া গান্ধী ও বিরোধী দলের নেতার কাছে ফ্যাক্সবার্তা পাঠাবেন পাহাড়ের মানুষ। সর্বদল বৈঠক শেষে গতকাল এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটির চেয়ারম্যান ইনোস প্রধান।
গোর্খাল্যান্ডের দাবিতে গড়া যৌথ মঞ্চে ইতিমধ্যেই চিড় ধরেছে। গতকালই গোর্খা লিগ জানিয়ে দিয়েছে, জিটিএ না ছাড়লে মোর্চার পাশে নেই তারা। এই পরিস্থিতিতে গতকালের সর্বদল বৈঠকে যোগ দেয়নি গোর্খা লিগ। দলীয় প্রতিনিধির অসুস্থতার কারণ দেখিয়ে যোগ দেয়নি গোর্খাল্যান্ড রাষ্ট্রীয় নির্মাণ মোর্চাও। সবমিলিয়ে আজকের সর্বদলীয় বৈঠকে অংশ নিয়েছে ৮টি রাজনৈতিক দল। সিংমারিতে মোর্চার সদর কার্যালয়ে হচ্ছে আজকের সর্বদল বৈঠক। সিংমারিতে মোর্চার দফতরের বাইরে গতকাল রুট মার্চ করে সিআরপিএফ।

.