বর্ষা আগত, কিন্তু বাঙালির পাতে অপ্রতুল রুপোলি শস্য
বর্ষা এসেছে আগেই। এখন অপেক্ষা ইলিশের। বাঙালির রসনা তৃপ্তিতে এবছর কি পদ্মার ইলিশ আসবে? নাকি গত দুবছরের মতো এবারও সে স্বাদ থেকে বঞ্চিত হবে এপার বাংলা?বর্ষা মানেই ইলিশ। আর তা যদি পদ্মার হয় তবে তো কথাই নেই। কিন্তু গত দুবছরে পদ্মার রুপালি শস্যের দেখা মেলেনি বাজারে। দুহাজার বারো থেকে সীমান্ত পেড়িয়ে এপারে আসছে না ইলিশ। এগারো সালে তিস্তা জল বণ্টন চুক্তি মেনে নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বারবারই তিস্তার জল চেয়ে ভারতের কাছে দরবার করেছে ঢাকা। শেষ পর্যন্ত তিস্তা চুক্তির ফাঁসেই আটকে গিয়েছে ইলিশ আমদানি। ক্ষতির মুখে পরে এমনটাই অভিযোগ মাছ ব্যবসায়ীদের।
বর্ষা এসেছে আগেই। এখন অপেক্ষা ইলিশের। বাঙালির রসনা তৃপ্তিতে এবছর কি পদ্মার ইলিশ আসবে? নাকি গত দুবছরের মতো এবারও সে স্বাদ থেকে বঞ্চিত হবে এপার বাংলা?বর্ষা মানেই ইলিশ। আর তা যদি পদ্মার হয় তবে তো কথাই নেই। কিন্তু গত দুবছরে পদ্মার রুপালি শস্যের দেখা মেলেনি বাজারে। দুহাজার বারো থেকে সীমান্ত পেড়িয়ে এপারে আসছে না ইলিশ। এগারো সালে তিস্তা জল বণ্টন চুক্তি মেনে নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বারবারই তিস্তার জল চেয়ে ভারতের কাছে দরবার করেছে ঢাকা। শেষ পর্যন্ত তিস্তা চুক্তির ফাঁসেই আটকে গিয়েছে ইলিশ আমদানি। ক্ষতির মুখে পরে এমনটাই অভিযোগ মাছ ব্যবসায়ীদের।
ভরা বর্ষায় পাতে ইলিশ না পেয়ে হতাশ খাদ্য রসিকরা।
ঢাকায় গিয়েছেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। তাঁকে পদ্মার ইলিশ চেখে দেখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত এ আষাঢ়ে পদ্মার ইলিস আসবে তো বাজরে? নাকি অপক্ষাই সার হবে এপার বাংলার?