হুগলিতে চলছে ডেঙ্গি বিরোধী মাস, তার মধ্যেই ছড়াচ্ছে আতঙ্ক
ডেঙ্গির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হুগলিতে পালিত হচ্ছে ডেঙ্গি বিরোধী মাস। আর এরই মধ্যে আরও একজনের রক্তে ধরা পড়ল ডেঙ্গির জীবানু। হুগলির পোলবা ব্লকের সুগন্ধী গ্রাম পঞ্চায়েতের চকগোটু গ্রামে একটি শিশুর রক্তে মিলেছে ডেঙ্গির জীবানু।
চুঁচুড়া: ডেঙ্গির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হুগলিতে পালিত হচ্ছে ডেঙ্গি বিরোধী মাস। আর এরই মধ্যে আরও একজনের রক্তে ধরা পড়ল ডেঙ্গির জীবানু। হুগলির পোলবা ব্লকের সুগন্ধী গ্রাম পঞ্চায়েতের চকগোটু গ্রামে একটি শিশুর রক্তে মিলেছে ডেঙ্গির জীবানু।
টানা সাতদিন ধরে জ্বরে ভুগছে ওই গ্রামের রাজ পোড়েল। ওষুধেও জ্বর না কমায় রক্ত পরীক্ষা করা হয় রাজের। তাতেই ধরা পড়ে ডেঙ্গির জীবানু। প্রথমে পোলবা ব্লক হাসপাতালে ভর্তি করা হলেও পরে হুগলি সদর হাসপাতালে রাজ পোড়েলকে ভর্তি করা হয়।