`তৃণমূলী` তোলাবাজদের হুমকির জেরে হার্ট অ্যাটাক করে মারা গেলেন হাওড়ার হোটেল মালিক

তোলার টাকা চেয়ে হুমকি। আর তারই জেরে হার্ট অ্যাটাক করে মারা গেলেন হোটেল মালিক । কাঠগড়ায় হাওড়া চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী দীপক সাউ ও রিয়াজ। হাওড়া যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, দীপক সাউ তাঁদের দলের কেউ নয়। হাওড়া বাসস্টান্ডের কাছে ব্রিজ লজ। দিনের পর দিন এখানেই বসত দীপক সাউ ও তার সঙ্গীদের মদের আসর।কর্মীদের মারধরের পাশাপাশি চলত তোলা চেয়ে মালিককে হুমকি।

Updated By: Jun 23, 2014, 05:31 PM IST

তোলার টাকা চেয়ে হুমকি। আর তারই জেরে হার্ট অ্যাটাক করে মারা গেলেন হোটেল মালিক । কাঠগড়ায় হাওড়া চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী দীপক সাউ ও রিয়াজ। হাওড়া যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, দীপক সাউ তাঁদের দলের কেউ নয়। হাওড়া বাসস্টান্ডের কাছে ব্রিজ লজ। দিনের পর দিন এখানেই বসত দীপক সাউ ও তার সঙ্গীদের মদের আসর।কর্মীদের মারধরের পাশাপাশি চলত তোলা চেয়ে মালিককে হুমকি।

দিনকয়েক আগে প্রতিবাদ করেছিলেন হোটেলের ম্যানেজার। কপালে জুটেছিল বেধড়ক মারধর। হোটেলের সিসিটিভিতে ধরাও পড়ে সেই ছবি।

থানায় অভিযোগ দায়ের করেন ম্যানেজার আশিস পাত্র। তারপরই বেড়ে যায় হুমকি ফোনের সংখ্যা। রবিবার রাতে ফের মালিক সুমিত নাহাকে ফোন করে দীপক।

দিনের পর দিন ধরে চলা মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে ভেঙে পড়েন সুমিত। গভীর রাতে সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর। ভোর রাতে মারা যান সুমিত। ছেলের মৃত্যুর জন্য তৃণমূল কর্মী দীপক সাউয়ের দিকেই আঙুল তুলেছেন সুমিতের মা মঞ্জু নাহা।

মৃতের মা সরাসরি অভিযোগ করলেও মানতে রাজি নয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের পাল্টা দাবি, দীপক সাউ তাঁদের দলের সঙ্গে যুক্ত নন।

.