হাওড়ায় থানায় ঢুকে পুলিসকে হুমকি, কাঠগড়ায় তৃণমূল
শ্লীলতাহানিতে অভিযুক্তদের বিরুদ্ধে তল্লাসি করায় থানায় ঢুকে পুলিসকে হুমকির অভিযোগ উঠল। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। গত রবিরার হাওড়ার বালিটিকুরিতে এক মহিলা ব্যবসায়ীর শ্লীলতাহানি করা হয়। ভাঙচুর করা হয় তাঁর দোকান। এঘটনায় স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্য এবং তৃণমূল সমর্থকদের নাম জড়ায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দাসনগর থানা। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার দাসনগর থানায় ঢুকে পুলিস অফিসার ও কনস্টেবেলদের রীতিমতো শাসানি ও হুমকি দেয় তৃণমূল কর্মীরা। অভিযুক্তদের তল্লাসি কেন করা হচ্ছে? অভিযোগ এই কারণেই চটেছিলেন তৃনমূলের ওই কর্মী সদস্যরা। এই অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল নেতৃত্ব।
ওয়েব ডেস্ক: শ্লীলতাহানিতে অভিযুক্তদের বিরুদ্ধে তল্লাসি করায় থানায় ঢুকে পুলিসকে হুমকির অভিযোগ উঠল। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। গত রবিরার হাওড়ার বালিটিকুরিতে এক মহিলা ব্যবসায়ীর শ্লীলতাহানি করা হয়। ভাঙচুর করা হয় তাঁর দোকান। এঘটনায় স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্য এবং তৃণমূল সমর্থকদের নাম জড়ায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দাসনগর থানা। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার দাসনগর থানায় ঢুকে পুলিস অফিসার ও কনস্টেবেলদের রীতিমতো শাসানি ও হুমকি দেয় তৃণমূল কর্মীরা। অভিযুক্তদের তল্লাসি কেন করা হচ্ছে? অভিযোগ এই কারণেই চটেছিলেন তৃনমূলের ওই কর্মী সদস্যরা। এই অভিযোগ অস্বীকার করেছে তৃনমূল নেতৃত্ব।