আগুনে ভস্মীভূত হাওড়ার একটি ফ্ল্যাট
প্রথমে বিস্ফোরণ। তারপর আগুন। হাওড়ার রাজবল্লভ সাহা লেনে ভস্মীভূত হয়ে গেল একটি ফ্ল্যাট। সন্ধে সাতটা নাগাদ একটি আবাসনে প্রচণ্ড জোরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বাসিন্দারা আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন। দেখা যায়, চারতলার একটি ফ্ল্যাটে আগুন জ্বলছে। দমকল এসে পৌছনোর আগেই ওই ফ্ল্যাটের সব জিনিস ভস্মীভূত হয়ে যায়।
![আগুনে ভস্মীভূত হাওড়ার একটি ফ্ল্যাট আগুনে ভস্মীভূত হাওড়ার একটি ফ্ল্যাট](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/10/24/30397-fire.jpg)
হাওড়া: প্রথমে বিস্ফোরণ। তারপর আগুন। হাওড়ার রাজবল্লভ সাহা লেনে ভস্মীভূত হয়ে গেল একটি ফ্ল্যাট। সন্ধে সাতটা নাগাদ একটি আবাসনে প্রচণ্ড জোরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বাসিন্দারা আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন। দেখা যায়, চারতলার একটি ফ্ল্যাটে আগুন জ্বলছে। দমকল এসে পৌছনোর আগেই ওই ফ্ল্যাটের সব জিনিস ভস্মীভূত হয়ে যায়।
যদিও দমকলের তত্পরতায় আগুন ওই ফ্ল্যাটের বাইরে আর অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। প্রাথমিক অনুমান, বাইরে থেকে হাউই জাতীয় কোনও বাজি ঘরে ঢুকে পড়ায় আগুন লাগে। চারতলার ওই ফ্ল্যাটে দুটি গ্যাসসিলিন্ডার ছিল। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, ফ্ল্যাটের ভিতর গ্যাস সিলিন্ডার ফাটেনি। তাহলে বিস্ফোরণ কীসের থেকে হল, এখন তারই উত্তর খুঁজছে পুলিস।
অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মী, তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকেন। ঘটনার সময় বাড়িতে কেউই ছিলেন না। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। ডাকা হয়েছে ফরেনসিক বিশেষজ্ঞদের। খাগড়াগড় কাণ্ডের পর কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিস।