SSC গ্রুপ-ডি পরীক্ষাকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা বাঁকুড়ায়
SSC গ্রুপ-ডি পরীক্ষাকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা বাঁকুড়ায়। বাস-গাড়ি না পেয়ে রীতিমতো সমস্যায় হাজার হাজার পরীক্ষার্থী। রীতিমতো বাদুরঝোলা ভিড় বাসে। ট্রাকে চেপেও পরীক্ষা হলে গেলেন অনেকে। প্রাণের ঝুকি নিয়ে বাসে উঠতে হল সাধারণ সাধারণ যাত্রীদেরও। বাঁকুড়া সতীঘাটে ভিড়ের চোটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা পথচারী মহিলাকে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে ভিড়ের চাপে বাসটির দরজা বন্ধ করা যায়নি। সেই দরজাতে ধাক্কা লেগে জখম হন ওই মহিলা।
ওয়েব ডেস্ক: SSC গ্রুপ-ডি পরীক্ষাকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা বাঁকুড়ায়। বাস-গাড়ি না পেয়ে রীতিমতো সমস্যায় হাজার হাজার পরীক্ষার্থী। রীতিমতো বাদুরঝোলা ভিড় বাসে। ট্রাকে চেপেও পরীক্ষা হলে গেলেন অনেকে। প্রাণের ঝুকি নিয়ে বাসে উঠতে হল সাধারণ সাধারণ যাত্রীদেরও। বাঁকুড়া সতীঘাটে ভিড়ের চোটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা পথচারী মহিলাকে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে ভিড়ের চাপে বাসটির দরজা বন্ধ করা যায়নি। সেই দরজাতে ধাক্কা লেগে জখম হন ওই মহিলা।
আরও পড়ুন শিখে নিন কীভাবে সহজেই বাড়িতে বানাবেন ‘ফিস ফিঙ্গার’
একই অবস্থা পূর্ব মেদিনীপুরে। সেখানেও বাসে, ট্রেকারে, ট্রেনে বাদুরঝোলা ভিড়। জীবন বাজি রেখে পরীক্ষা দিতে যেতে চাকরি প্রার্থীদের।
আরও পড়ুন এবার কবীর খানের পরের সিনেমায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে?