মুসা ও তার সঙ্গীরা ধরা পড়লেও রাজ্যে আইএস মডিউলের মাথা এখনও অধরা

বীরভূমের লাভপুরের বাসিন্দা মহম্মদ মসিউদ্দিন ওরফে মুসা ও তার সঙ্গীরা ধরা পড়লেও রাজ্যে আইএস মডিউলের মাথা এখনও অধরা। গোয়েন্দাদের ধারণা আদতে বাংলাদেশের বাসিন্দা এই ব্যক্তির নাম মহম্মদ সুলেমান।

Updated By: Jul 7, 2016, 03:32 PM IST
মুসা ও তার সঙ্গীরা ধরা পড়লেও রাজ্যে আইএস মডিউলের মাথা এখনও অধরা

ওয়েব ডেস্ক: বীরভূমের লাভপুরের বাসিন্দা মহম্মদ মসিউদ্দিন ওরফে মুসা ও তার সঙ্গীরা ধরা পড়লেও রাজ্যে আইএস মডিউলের মাথা এখনও অধরা। গোয়েন্দাদের ধারণা আদতে বাংলাদেশের বাসিন্দা এই ব্যক্তির নাম মহম্মদ সুলেমান।

আইএস-এর ভারতীয় শাখার প্রধান শফি আরমারের মাধ্যমে মুসার সঙ্গে সুলেমানের পরিচয় হয়। কলকাতার কাছেই ঘাঁটি গেড়ে সুলেমান মুসার মাধ্যমে এ রাজ্যে নাশকতার ছক কষছিল বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।

চেন্নাই থেকে ফিরে মেটিয়াবুরুজে সুলেমান বা তার ঘনিষ্ঠদের সঙ্গে দেখা করার পর মুসা লাভপুরের বাড়িতে ফিরছিল বলেও মনে করছেন তাঁরা। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, মাস তিনেক আগে শফি আরমার হায়দরাবাদে আসে। তখন মুসার সঙ্গে তার মোলাকাত্‍ হয়। যদিও, সিআইডি এ সম্পর্কে এখনও নিশ্চিত নয়। বিস্তারিত জানতে জেরা করা হচ্ছে মুসাকে ।

Tags:
.