শিশু পাচারের অভিযোগে গ্রেফতার জলপাইগুড়ির প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা!
শিশু পাচার চক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হল জলপাইগুড়ি একটি হোমের চেয়ারপার্সনকে। ধৃতার নাম চন্দনা চক্রবর্তী। তিনি সেখানকার একটি সরকারি প্রথমিক স্কুলের প্রধান শিক্ষিকাও। এই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে আরও ৪ জনকে। চলছে তদন্ত।
ওয়েব ডেস্ক : শিশু পাচার চক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হল জলপাইগুড়ি একটি হোমের চেয়ারপার্সনকে। ধৃতার নাম চন্দনা চক্রবর্তী। তিনি সেখানকার একটি সরকারি প্রথমিক স্কুলের প্রধান শিক্ষিকাও। এই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে আরও ৪ জনকে। চলছে তদন্ত।
আরও পড়ুন- ফের আত্মহত্যা মেট্রোতে; বন্ধ ট্রেন চলাচল
অভিযোগ, জলপাইগুড়ির ৩টি বেসরকারি হোমে এই চক্র চলত। ১৭টি শিশুকে পাচারের ছক কষা হয়েছিল। খবর পেয়ে সেখানে হানা দেয় CID-র টিম। কয়েক লাখ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে সেখানে। সিল করে দেওয়া হয়েছে হোমগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এরপরই গ্রেফতার করা হয় চন্দনা চক্রবর্তীকে।