প্রাণি সম্পদ বিকাশ দফতরের গাফিলতিতে খাটলমুক্ত হচ্ছে না হাওড়া
সাহায্য করছে না প্রাণি সম্পদ বিকাশ দফতর। সেকারণে খাটালমুক্ত করা যাচ্ছে না হাওড়া শহরকে। এমনই দাবি মেয়র মমতা জয়সোয়ালের। খাটাল উচ্ছেদের পরিকাঠামো পুরসভার নেই, একথাও মেনে নিয়েছেন তিনি। ফলে সরকারি বিধিনিষেধ অগ্রাহ্য করেই হাওড়া পুরসভার বিভিন্ন এলাকায় অবাধে চলছে খাটাল।
সাহায্য করছে না প্রাণি সম্পদ বিকাশ দফতর। সেকারণে খাটালমুক্ত করা যাচ্ছে না হাওড়া শহরকে। এমনই দাবি মেয়র মমতা জয়সোয়ালের। খাটাল উচ্ছেদের পরিকাঠামো পুরসভার নেই, একথাও মেনে নিয়েছেন তিনি। ফলে সরকারি বিধিনিষেধ অগ্রাহ্য করেই হাওড়া পুরসভার বিভিন্ন এলাকায় অবাধে চলছে খাটাল।
হাওড়া পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ড। সরকারি বিধির তোয়াক্কা না করে ওয়ার্ডের ৮৬/২ কাশীনাথ চ্যাটার্জি লেনে রমরমিয়ে চলছে খাটাল। বাসিন্দাদের অভিযোগ, খাটালের জন্য দূষিত হচ্ছে পরিবেশ। বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ। খাটাল মালিকের বিরুদ্ধে পুরসভার কাছে আর্জি জানিয়েও লাভ হয়নি, অভিযোগ এলাকার বাসিন্দাদের।
খাটাল উচ্ছেদে সহায়তা করছে না প্রাণী সম্পদ বিকাশ দফতর। অভিযোগ হাওড়ার মেয়রের। একাজে পুরসভার পরিকাঠামো নেই বলেও জানিয়েছেন তিনি। প্রাণি সম্পদ বিকাশ দফতর আর পুরসভার টানাপোড়েনে সমস্যায় পড়েছেন ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক খাটাল সরাতে পারছে না পুরসভা। এর জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ।