নির্ঘণ্ট ঘোষণা রাজ্যের, ভাঙড়েই ভোট যুদ্ধে নামল বামেরা
২৬ এপ্রিল জেলায় পঞ্চায়েত ভোটের ঘোষণার পরেই দক্ষিণ ২৪ পরগনায় ভোটপ্রচারে নামল সিপিআইএম নেতৃত্ব। রাজ্যে রাজনৈতিক হিংসার প্রতিবাদ, ঘরছাড়া দলীয় কর্মীদের ঘরে ফেরানোর দাবি সহ একাধিক ইস্যুতে আজ ভাঙড়ে মিছিল-সমাবেশের ডাক দিয়েছে সিপিআইএম।
২৬ এপ্রিল জেলায় পঞ্চায়েত ভোটের ঘোষণার পরেই দক্ষিণ ২৪ পরগনায় ভোটপ্রচারে নামল সিপিআইএম নেতৃত্ব। রাজ্যে রাজনৈতিক হিংসার প্রতিবাদ, ঘরছাড়া দলীয় কর্মীদের ঘরে ফেরানোর দাবি সহ একাধিক ইস্যুতে আজ ভাঙড়ে মিছিল-সমাবেশের ডাক দিয়েছে সিপিআইএম।
সকাল সাড়ে নটা নাগাদ কেএলসি থানার কাঁটাতলা থেকে শুরু হওয়া মিছিলে পা মেলান রেজ্জাক মোল্লা, সত্তার মোল্লা সহ একাধিক নেতানেত্রীরা। কাঁটাতলায় সিপিআইএমের দলীয় কার্যালয় সামনে থেকে শুরু হয় মিছিল। গত ৬ জানুয়ারি এই কার্যালয়ে অগ্নিসংযোগ এবং রেজ্জাক মোল্লাকে শারীরিক আক্রমণের অভিযোগ উঠেছিল শাসকদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
সিপিআইএমের দাবি, ওই ঘটনার পর থেকেই দলের বহু কর্মী-সমর্থক ঘরছাড়া। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের ঘরে ফেরানোর উদ্যোগে এবার পথে নামল সিপিআইএম নেতৃত্ব।