হঠাত বাজ পড়ে ৯ জনের মৃত্যু হাওড়ায়, আহত ৫

একশ দিনের কাজ চলার সময় বাজ পড়ে মৃত্যু হল ৯জনের। এঘটনা ঘটেছে হাওড়ার শ্যামপুরের কোলিয়া ঘোষপুর গ্রামে। আজ সকালে ওই গ্রামে একটি মন্দিরের পাশেই চলছিল একশ দিনের কাজ। কাজ করছিলেন ১৪ জন। ওই সময় প্রবল বজ্রপাতে গুরুতর আহত হন ১৪ জনই।

Updated By: Jul 10, 2014, 06:11 PM IST

একশ দিনের কাজ চলার সময় বাজ পড়ে মৃত্যু হল ৯জনের। এঘটনা ঘটেছে হাওড়ার শ্যামপুরের কোলিয়া ঘোষপুর গ্রামে। আজ সকালে ওই গ্রামে একটি মন্দিরের পাশেই চলছিল একশ দিনের কাজ। কাজ করছিলেন ১৪ জন। ওই সময় প্রবল বজ্রপাতে গুরুতর আহত হন ১৪ জনই।

দ্রুত তাঁদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ৯জনকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকেরা। বাকিরা হাসাপাতালে চিকিত্‍সাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছন মহকুমা শাসক ও এসডিপিও। অন্যদিকে ঝাড়গ্রামের নয়াগ্রামে বাজ পড়ে মৃত্যু হয়েছে ভারতী ভক্তা নামে এক মহিলার। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন মহিলা।

.