স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্বস্ব লুঠ

পাঁশকুড়ার কাছে বড়দাবাড়ে জাতীয় সড়কে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্বস্ব লুঠ করে পালাল দুষ্কৃতীরা। দাসপুর থেকে সোনা নিয়ে ফিরছিলেন বিশ্বজিত্ পলমল নামে ওই ব্যবসায়ী। অভিযোগ, তখনই তাকে অপহরণ করে লুঠ করা হয়। এরপর গুলি করে জাতীয় সড়কের পাশে তাঁকে ফেলে পালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ওই ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করেছে পুলিস।

Updated By: Sep 11, 2016, 12:15 PM IST

ওয়েব ডেস্ক: পাঁশকুড়ার কাছে বড়দাবাড়ে জাতীয় সড়কে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্বস্ব লুঠ করে পালাল দুষ্কৃতীরা। দাসপুর থেকে সোনা নিয়ে ফিরছিলেন বিশ্বজিত্ পলমল নামে ওই ব্যবসায়ী। অভিযোগ, তখনই তাকে অপহরণ করে লুঠ করা হয়। এরপর গুলি করে জাতীয় সড়কের পাশে তাঁকে ফেলে পালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ওই ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করেছে পুলিস।

আরও পড়ুন- আক্রান্ত সাংবাদিকদের বিরুদ্ধেই থানায় নালিশ অধ্যক্ষের

এদিকে, দুর্গাপুর শুটআউটের ঘটনায় গ্রেফতার চারজন। ধৃতরা হল  পিন্টু শর্মা, মারান দাস, চন্দন প্রসাদ ও শ্রীনিবাস ঠাকুর। ধৃতদের বিরুদ্ধ খুনের মামলা দায়ের হয়েছে। গত কাল দুর্গাপুরের মসজিদ মহল্লায় খোলা রাস্তার উপর গুলি চলে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মৃত্যু এক হামলাকারীরই। ফিরোজ নামে স্থানীয় এক যুবককে ঘিরে ধরে গুলি চালায় দুষ্কৃতীরা। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গায়ে লাগে এক হামলাকারীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুল শা নামে এক হামলাকারীর। সে ঘটনাতেই চব্বিশ ঘণ্টার মধ্যে চার জনকে গ্রেফতার করল পুলিস।

Tags:
.