রেলকর্মীর তত্পরতায় অল্পের জন্য এড়ান গেল দুর্ঘটনা
রেলকর্মীর তত্পরতায় অল্পের জন্য এড়ান গেল দুর্ঘটনা। দুর্গাপুর-সাঁইথিয়া রেল লাইনে আজ সকালে ফাটল দেখা দেয়। এক রেলকর্মী সেই ফাটল দেখতে পান। তিনি লাল কাপড় হাতে স্টেশনের দিকে ছুটতে থাকেন। ওই সময় ওই লাইনের ওপর দিয়েই যাওয়ার কথা ছিল ডাউন ময়ুরাক্ষী প্যাসেঞ্জারের। তড়িঘড়ি আটকে দেওয়া হয় ট্রেনটিকে। ফাটলের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে ওই লাইনে ট্রেন চলাচল। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
ওয়েব ডেস্ক : রেলকর্মীর তত্পরতায় অল্পের জন্য এড়ান গেল দুর্ঘটনা। দুর্গাপুর-সাঁইথিয়া রেল লাইনে আজ সকালে ফাটল দেখা দেয়। এক রেলকর্মী সেই ফাটল দেখতে পান। তিনি লাল কাপড় হাতে স্টেশনের দিকে ছুটতে থাকেন। ওই সময় ওই লাইনের ওপর দিয়েই যাওয়ার কথা ছিল ডাউন ময়ুরাক্ষী প্যাসেঞ্জারের। তড়িঘড়ি আটকে দেওয়া হয় ট্রেনটিকে। ফাটলের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে ওই লাইনে ট্রেন চলাচল। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
আরও পড়ুন- ঘুষ নেওয়ার অভিযোগে CBI-এর হাতে গ্রেফতার নদিয়ার টেলিকম ডিস্ট্রিক্ট ম্যানেজার
পরে খবর পেয়ে রেলকর্মীরা সেখানে পৌঁছে ফাটল সারাই করেন। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি সাভাবিক হয় সেখানে।